সৌদি আরবের হারে আর্জেন্টিনার সমীকরণ কী দাঁড়ালো?
শিরোপা স্বপ্ন নিয়ে কাতারে গিয়েই হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ হেরেই শেষ ষোলোর পথ কঠিন হয়ে উঠেছে লিওনেল মেসির দলে। শিরোপা জয়ের পথে পরের ধাপে এগোতে হলে বাকি থাকা দুই ম্যাচেই জিততে হবে আলবিসেলেস্তেদের। তবে হারলেই বেজে যাবে বিদায় ঘণ্টা। এবার দুই জয় ছাড়াও মিলতে পারে শেষ ষোলোর টিকেট। পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ কী দাঁড়িয়েছে, হিসাব মেলানো যাক।
'সি' গ্রুপের শীর্ষে আছে পোল্যান্ড। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট পোলিশদের। আর্জেন্টিনাকে হারিয়ে চমকে বিশ্বকাপ শুরু করা সৌদি আরবের ঝুলিতে ৩ পয়েন্ট। প্রথম ম্যাচে ড্র করা মেক্সিকোর এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে। হারে শুরু করা আর্জেন্টিনা তলানিতে।
টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচটি হারা চলবে না মেসিদের, তার পর অন্য হিসাব। এই ম্যাচে জিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিজয়ের হাসি হাসতে পারলেই শেষ ষোলোর টিকে পাবেন তারা, তবে হারলেই বিদায়।
না জিতেও অবশ্য টিকে থাকার সুযোগ থাকবে। আজ মেক্সিকোর বিপক্ষের ড্র করলেও শেষ ষোলোর আশা বেঁচে থাকবে আর্জেন্টিনার। তবে সেক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জেতার পাশাপাশি অন্যদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এই ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার পয়েন্ট হবে এক, মেক্সিকোর পয়েন্ট হবে দুই।
শেষ ম্যাচে পোল্যান্ডকে আর্জেন্টিনা হারালে দলটির সমান চার পয়েন্ট হবে। আর মেক্সিকো শেষ ম্যাচে সৌদি আরবকে হারালে তাদের পয়েন্ট হবে পাঁচ। বাদ পড়বে সৌদি, হেড টু হেড বা গোল ব্যবধানের বিবেচনায় আর্জেন্টিনা ও পোল্যান্ডের মধ্যে এক দল শেষ ষোলোয় যাবে।