‘আর্জেন্টিনা সাংঘাতিক দল, এক মেসিই তো যথেষ্ট’
ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। অংশগ্রহণ বা সংশ্লিষ্টতা না থাকলেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই বাংলাদেশে। দেশটিতে জনপ্রিয়তায় ক্রিকেট অনেক এগিয়ে থাকার পরও কাতার বিশ্বকাপ নিয়ে মজে আছে খেলামোদীরা। তাদের একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এখন পর্যন্ত কোনো খেলা মিস না করা বিসিবি সভাপতির প্রিয় দল ব্রাজিল, তবে তিনি লিওনেল মেসির ভক্ত। আর্জেন্টিনাকে সাংঘাতিক দল মনে হয় নাজমুল হাসানের কাছে। যদিও প্রিয় দল ব্রাজিলেরই শিরোপা জেতা উচিত বলে মনে করেন তিনি। মেসির পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোকে পছন্দ করা বিসিবি সভাপতির ফ্রান্সের খেলাও মনে ধরে।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণাঞ্চলকে ৩ রানে হারিয়ে শিরোপা জেতে লিটন-মাহমুদউল্লাহদের উত্তরাঞ্চল। পুরস্কার দিতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। এ সময় কাতার বিশ্বকাপ ও নিজের পছন্দ নিয়ে কথা বলেন তিনি।
নাজমুল হাসান বলেন, 'একটা খেলাও মিস করিনি। আমি আসলে ছোটবেলা থেকে যে জিততো, সে দলকে সমর্থন করতাম। যখন বোঝা শুরু করলাম, তখন সবাই বলতো ব্রাজিল। তখন থেকে আমিও ব্রাজিল। এমন না যে আমি খেলা দেখে পছন্দ করে একটা দলকে ঠিক করেছি।'
এখন পর্যন্ত ফ্রান্সকেই সেরা মনে হয়েছে নাজমুল হাসানের। আর্জেন্টিনাকেও হিসাবে রাখছেন তিনি, 'এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখলাম, আমার ফ্রান্সকে ফেবারিট মনে হয়েছে। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো আমি সমর্থন করবই। ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে। আর্জেন্টিনা অবশ্যই সাংঘাতিক একটা দল, এক মেসিই তো যথেষ্ট।'
'সমস্যা হচ্ছে এক মেসিকে দিয়ে একটা দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে সে রকম চোখে পড়েনি। মেসি সেরা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি মেসির ভক্ত। রোনালদোকেও আমি পছন্দ করি। আর্জেন্টিনা দলকে বেশি মেসি নির্ভর মনে হয়েছে। তবে অবশ্যই আর্জেন্টিনা দলও ভালো ' যোগ করেন তিনি।
ভক্ত হিসেবে ব্রাজিলের হাতেই শিরোপা দেখতে চান বিসিবি সভাপতি। সেই ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী মেসিরও ভক্ত তিনি। মেসির সঙ্গে দেখা হয়েছে তার, তুলেছেন ছবিও। তবে প্রিয় দলের তারকা নেইমারের সঙ্গে ছবি তোলা হয়নি নাজমুল হাসানের, 'কাপ ব্রাজিলের জেতাই উচিত। মেসির সাথে দেখা হয়েছে, ছবিও আছে। কিন্তু নেইমারের সঙ্গে নেই।'