বছরে ২০০ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাব আল নাসেরে যেতে প্রায় রাজি রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো বছরে ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যেতে প্রায় রাজি হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে গোল ডটকম।
এ মাসে পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন সিআর সেভেন।
স্প্যানিশ ক্রীড়া বিষয়ক গণমাধ্যম মার্কা'র খবরের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, আল নাসের দুই বছর চুক্তির প্রস্তাব দিয়েছে রোনালদোকে। রোনালদোকে ফ্রি ট্রান্সফার সুবিধায় নিজেদের দলে ভেড়াতে পারবে ক্লাবটি।
জানা গেছে, মেজর লিগ সকার থেকেও রোনালদোর প্রতি আগ্রহ দেখানো হয়েছে। আগামী ২০২৫ সাল পর্যন্ত আল নাসেরে খেলতে রাজি হলে ক্লাবটি রোনালদোকে ৪০০ মিলিয়ন ইউরো প্রদান করবে।
এর আগে গত মাসের শুরুতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রোনালোদোর চুক্তির সমাপ্তি ঘোষণা করেছিল ম্যান-ইউ। পিয়ার্স মরগ্যানের সঙ্গে এক বিতর্কিত সাক্ষাৎকারে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডেক তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য অভিযুক্ত করেন।
একইসঙ্গে রোনালোদো আরও স্বীকার করেছিলেন, ক্লাবটির প্রধান কোচ এরিক টেন হ্যাগের জন্য তার কোনো সম্মানবোধ অবশিষ্ট নেই। এ সাক্ষাৎকারের পরেই ক্লাবটি তার চুক্তি শেষ হওয়ার কথা ঘোষণা করে।
আল নাসেরে যোগ দিলে আরেক সাবেক প্রিমিয়ার লিগ খেলোয়াড় ডেভিড অসপিনাকে সতীর্থ হিসেবে পাবেন রোনালদো। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আর্সেনালের গোলরক্ষক হিসেবে খেলেছিলেন অসপিনা।