মেসি বললেন, ‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা’
লিওনেল মেসির 'অমরত্বের' আলোচনায় অনেকেই বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ টানেন। মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন না তুললেও সর্বকালের সেরার সিদ্ধান্তে পৌঁছাতে অনেকেই তার হাতে একটি বিশ্বকাপ ট্রফি দেখতে চান। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টাইন এই ফুটবল জাদকুরেরও চাওয়া একটি সোনালী শিরোপা, স্বপ্নের শিরোপা।
একবার খুব কাছে গিয়েও শিরোপার স্বাদ নেওয়া হয়নি মেসির। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় তাদের। আট বছর পর আবারও শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
স্বভাবতই দল ও সব আর্জেন্টাইনের মতো ফাইনাল নিয়ে রোমাঞ্চিত মেসিও। সেটা বুঝিয়েও দিলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এডিডাসের সঙ্গে এক পার্টনারশিপ পোস্টে মেসি জানালেন, ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি।
বুট পরার একটি ছবি পোস্ট করে আর্জেন্টাইন প্লেমেকার পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা।' হ্যাশট্যাগে লিখেছেন এডিডাসের স্লোগান, 'ইম্পসিপল ইস নাথিং।' এডিডাসের স্লোগান হলেও মেসি নিশ্চয়ই এটা মনেপ্রাণে বিশ্বাস করেন। আর সেই বিশ্বাস নিয়ে কাল ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবেন তিনি।
তার এই পোস্টে স্বস্তির খবরই খুঁজে নেবেন আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা। কারণ বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের হাল্কা চোট আছে তার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর বারবার পায়ে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। ফাইনালের আগে আর্জেন্টিনার প্রথম দিনের অনুশীলনেও ছিলেন না তিনি। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, অর্ধেক ফিট থাকলেও খেলবেন মেসি। তবে এই ঘোষণা অনুযায়ী হয়তো আরও ফিট হিসেবই শিরোপার লড়াইয়ে নামতে পারবেন আর্জেন্টিনা প্রাণ ভোমরা।