গোলবন্যার পাঁচ বিশ্বকাপ ফাইনাল
২৮ দিনের মাঠের লড়াইয়ের পর পর্দা নামার অপেক্ষায় কাতার বিশ্বকাপ। এর আগে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদার ম্যাচ ফাইনাল। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে গোলবন্যা হয়েছিল, এবার কেমন হবে? সেই ফল পাওয়ার আগে সবচেয়ে বেশি গোল হওয়া বিশ্বকাপের পাঁচটি ফাইনালে চোখ বুলানো যাক।
উরুগুয়ে ৪-২ আর্জেন্টিনা, ১৯৩০ বিশ্বকাপ
১৯৩০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হয়। ঘরের মাঠে দাপট দেখিয়ে ফাইনালে উঠে যায় আয়োজক দেশ উরুগুয়ে। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পায় আর্জেন্টিনাকে। ম্যাচে রীতিমতো গোলবন্যা হয়। ছয় গোলের সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। তাদের হয়ে গোল করেন পাবলো দারাদো, হোসে সেয়া, সান্তোস ইরিয়ার্তে ও হেক্টর কাস্ত্রো। আলেবিসেলেস্তেদের পক্ষে গোল করেন কার্লোস পেউসেয়ে ও গিলের্মো স্তাবিয়ে।
ইতালি ৪-২ হাঙ্গেরি, ১৯৩৮ বিশ্বকাপ
টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে ইতালি। শিরোপার লড়াইয়ে হাঙ্গেরিকে প্রতিপক্ষ হিসেবে পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উত্তেজনায় ঠাসা এই ম্যাচেও হয় ৬ গোল। গোলবন্যার ম্যাচে হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট জেতে ইতালি। তাদের পক্ষে জোরা গোল করেন লুইগ কোলাওসি ও সিলভিও পিওলা। হাঙ্গেরির হয়ে গোল করেন পাল টিটকস ও জর্জি সারাওসি।
ব্রাজিল ৫-২ সুইডেন, ১৯৫৮ বিশ্বকাপ
ঘরের মাঠের বিশ্বকাপে চমক জাগানিয়া পারফরম্যান্সে ফাইনালে উঠে যায় সুইডেন। কিন্তু দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা ব্রাজিলের গতিময় ফুটবলের সামনে কুলাতে পারেনি তারা। তাদের জালে গোলবন্যা বইয়ে দেয় সেলেসাওরা, তুলে নেয় ৫-২ গোলের বিশাল জয়। বিশ্বকাপের ফাইনালে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় জয়। জোড়া গোল করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে ও ইজিদিও ভাভা। বাকি গোলটি করেন লোবো জাগালো। সুইডেনের হয়ে জালের দেখা পান এরিক লাইডম ও আগ্নে সিমোনসন।
ইংল্যান্ড ৪-২ পশ্চিম জার্মানি, ১৯৬৬ বিশ্বকাপ
ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে অসামান্য ফুটবল খেলে ফাইনালে ওঠে ইংল্যান্ড। প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে তাদের সামনে বড় বাধা হিসেবে হাজির হয় পশ্চিম জার্মানি। শুরুতে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর সেই ফাইনালে ৪-২ গোলের জয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জেতে ইংলিশরা। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকে। অতিরিক্ত সময়ে গিয়ে জিওফ্রে হার্স্টের জাদুকরী পারফরম্যান্সে স্বপ্নের বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে দুটি গোল করাসহ হ্যাটট্রিক করেন হার্স্ট, বাকি গোলটি করেন স্ট্যানফোর্ড পিটার্স। পশ্চিম জার্মানির পক্ষে গোল করেন হেলমাট হলার ও ওলফগ্যাং ওয়েবের।
ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া, ২০১৮ বিশ্বকাপ
১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স। সবাইকে অবাক করে তাদের সঙ্গী হয় ক্রোয়েশিয়া। পুরো আসরজুড়ে দারুণ ফুটবল খেলা ক্রোয়াটরা শেষ লড়াইয়ে কুলিয়ে উঠতে পারেনি। হেরে যায় ৪-২ গোলে। ফ্রান্সের হয়ে গোল করেন অঁতোয়ান গ্রিজম্যান, পল পগবা ও কিলিয়ান এমবাপ্পে। বাকি গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে। ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন ইভান পেরিসিচ ও মারিও মানজুকিচ। ফ্রান্সের জালে বল পাঠানো মানজুকিচ ভুলে নিজেদের জালেও বল জড়ান।