শিরোপার সঙ্গে বিপুল অর্থযোগ আর্জেন্টিনার, বাকিরা কে কতো পেল
মেসিময় বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর সোনালী শিরোপাটা ফিরেছে লাতিন আমেরিকা অঞ্চলের দেশটিতে। ১৮ ক্যারেটের ৬.১৭ কেজি ওজনের শিরোপাটায় চুমু এঁকে যাচ্ছেন স্কালোনি, মেসি, দি মারিয়া, দি পল, এমি মার্তিনেসরা।
স্বপ্নের পথচলায় শিরোপা জয়ের পাশাপাশি বিপুল অর্থযোগ হয়েছে আর্জেন্টিনার। বিশ্বচ্যাম্পিয়ন দলটি পুরস্কার হিসেবে পেয়েছে ৪২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪০ কোটি টাকা। একটি চেকের মাধ্যমে আর্জেন্টিনা দলকে এই অর্থ বুঝিয়ে দিয়েছে ফিফা।
স্বপ্নভঙ্গ হয়েছে কিলিয়ান এমবাপ্পের, রুদ্ধশ্বাস ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি তিনি। কাতারের লুসাইল স্টেডিয়ামে টাইব্রেকার রোমাঞ্চে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স। ফরাসীরাও জিতেছে বিপুল অর্থ। তারা পেয়েছে ৩০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৪ কোটি টাকা।
অসাধারণ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনালে ওঠা ক্রোয়েশিয়ার ঝুলিও ভরে উঠেছে। এবারের বিশ্বকাপের তৃতীয় সেরা দলটি পেয়েছে ২৭ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮৩ কোটি টাকা। বিস্ময় জাগানিয়া ফুটবল খেলা মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬২ কোটি টাকা।
কাতার থেকে খালি হাতে বাড়ি যেতে হয়নি বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলকেই। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দল ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে পেয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আট দল পেয়েছে ১৩ মিলিয়ন ডলার করে (১৩৬ কোটি টাকারও বেশি)। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ১৬টি দল ৯ মিলিয়ন ডলার (৯৪ কোটিরও বেশি) করে পেয়েছে।