বিশ্বকাপ ফাইনালের পর মেসি-এমবাপ্পের জার্সি বিক্রি বেড়েছে ২০০ শতাংশ!
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচটিকে ইতোমধ্যেই অনেকে ইতিহাসের সেরা একটি ফাইনাল ম্যাচের তালিকায় ফেলে দিয়েছেন। তবে বিশ্বকাপে মাঠের লড়াই শেষ হয়ে গেলেও, মাঠের বাইরে এখনও উত্তেজনার রেশ রয়েই গেছে।
শ্বাসরুদ্ধকর এক ফাইনাল শেষে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে ফাইনালে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ফ্রান্সের তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পের দিকে আলাদাভাবে নজর ছিল ফুটবলপ্রেমীদের। দুজনেই ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইয়ের সতীর্থ, কিন্তু ফাইনালে কেউ কাউকে এক চুলও ছাড় দেননি।
কিন্তু একই ক্লাবের দুই তারকার মুখোমুখি হওয়ার সুবাদে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পিএসজি। লে'কুইপের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপ মৌসুমে পিএসজির জার্সি বিক্রি ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে! প্যারিসিয়ান ওয়েবসাইটের দেওয়া তথ্যানুযায়ী, জার্সির ক্রেতাদের ৪০% ই যুক্তরাষ্ট্রের।
পার্ক দে প্রিন্সেসে সারাবছর একসঙ্গে খেলা মেসি-এমবাপ্পে দুজনেই ফাইনালে জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে। তাদের কারণেই কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনাল আরও মহাকাব্যিক হয়ে ওঠে।
ফাইনালে শুরুতে নিষ্প্রভ থাকলেও পরে অনেকটা একাই গোটা আর্জেন্টিনার বিরুদ্ধে লড়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার অনবদ্য কীর্তি এই পিএসজি ফরোয়ার্ড। এর আগে ১৯৬৬ সালে বিশ্বকাপ ফাইনালে শুধুমাত্র ইংল্যান্ডের জেফ হার্স্ট হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন। টাইব্রেকারেও প্রথম পেনাল্টি থেকে গোল করেছেন তিনি।
- সূত্র: মার্কা