হাসপাতালে কাটবে পেলের বড়দিন
বেশ কিছুদিন ধরেই ক্যান্সারের সমস্যা বেড়ে চলেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। কদিন আগেই হাসপাতালের কিছুদিন কাটিয়ে আসতে হয়েছিল তাকে। তখন খুব বেশি সমস্যা না ধরা পড়লেও এখন আবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
ডাক্তাররা জানিয়েছেন, কোলন ক্যান্সারের সমস্যা বেড়েছে তার, যদিও চিকিৎসার ফলে নিয়ন্ত্রণের মধ্যেই আছে তা। তবুও পর্যবেক্ষণে রাখার জন্য পেলেকে এখন হাসপাতালেই থাকতে হবে কিছুদিন।
যার ফলে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব 'বড়দিন' হাসপাতালের বিছানায় শুয়েই কাটাতে হবে পেলেকে। ডাক্তাররা জানিয়েছেন পেলের চিকিৎসা ভালোই যাচ্ছে, কিন্তু বয়সজনিত কারণে এখন হাসপাতালে থাকাটাই ঘরে থাকার চেয়ে ভালো।
পেলের মেয়ে কেলি নাসিমেন্তো জানান, 'বড়দিন বাড়িতে পালন করতে পারছি না আমরা। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে থাকতে হচ্ছে। আমরা এখানেই নিজেদের নতুন পরিবারের (ডাক্তার এবং নার্সরা) সঙ্গে বড়দিন উদযাপন করব।'
বড়দিনে ব্রাজিলিয়ানদের প্রার্থনা হবে পেলে যেন দ্রুত সুস্থ হয়ে আবারও নিজের বাড়িতে ফিরতে পারেন।