আইপিএল নিলাম: প্রথম ডাকে অবিক্রিত সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হচ্ছে। কোচিতে চলমান এই নিলামে নাম আছে চার বাংলাদেশি ক্রিকেটারের। সাকিব আল হাসানের সঙ্গে চূড়ান্ত তালিকায় নাম ওঠে লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেনের। এদের মধ্য থেকে সবার আগে সাকিবের নাম নিলামে তোলা হয়, কিন্তু প্রথম ডাকে অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের গত আসরেও দল পাননি সাকিব। মেগা নিলামে দুই দিন নাম তোলার পরও অবিক্রিত থেকে যান। এবার অবশ্য দল পাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি তার। নিলাম শেষে অবিক্রিত ক্যাটাগরি থেকে ক্রিকেটার কেনার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখান দল পেতেও পারেন সাকিব। এবারে আসরেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
আইপিএলে গত আসরের নিলামে ২ কোটি ভিত্তিমূল্যের তালিকায় নাম নিবন্ধন করেন সাকিব, ছিলেন অবিক্রিত। এবার তিনি দেড় কোটি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেছেন, এরপরও বাংলাদেশ অলরাউন্ডারের প্রতি আইপিএলের কোনো দল আগ্রহ দেখালো না। সাকিব ছাড়াও অবিক্রিত আছেন রাইলি রুশো ও জো রুটের মতো ক্রিকেটার।
বাংলাদেশের বাকি তিন ক্রিকেটার লিটন, তাসকিন ও আফিফ ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেছেসন। তবে তাদের নাম এখন নিলামে ওঠেনি। নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশেরও আরও দুই ক্রিকেটার। কিন্তু চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের। নিবন্ধন করা ৯৯১ জন ক্রিকেটারের মধ্য থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয় ৩৬৯ ক্রিকেটারের।
আইপিএলের নিলামে অংশ নেওয়া ১০ ফ্র্যাঞ্চাইজির সম্মিলিত অর্থের পরিমাণ ৯৫ কোটি রুপি। আগেই দল অনেকটা গুছিয়ে ফেলায় তাদের খরচ করার সীমার পরিমাণ শেষের দিকে। সবচেয়ে বেশি টাকা আছে সারাইজার্স হায়দরাবাদের ঝুলিতে। ৪২ কোটি ২৫ লাখ টাকা নিয়ে নিলামে বসেছে তারা। হ্যারি ব্রুককে পেতে দলটি খরচ করেছে ১৩ কোটি ২৫ লাখ রুপি।