লিটনকে দলে ভেড়ালো কলকাতা নাইট রাইডার্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হচ্ছে কোচিতে। চূড়ান্ত নিলামে আছে চারজন বাংলাদেশি ক্রিকেটারের নাম। চারজনের নামই নিলামে তোলা হয়েছিল, কিন্তু প্রথম ডাকে কেউ-ই দল পাননি। অবিক্রিত ক্রিকেটারদের মধ্য থেকে আবারও নাম তোলা হয়। এই পর্বে দল পেলেন লিটন কুমার দাস।
বাংলাদেশের উইকেটরক্ষক ডানহাতি এই ব্যাটসম্যানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব এখনও অবিক্রিত রয়ে গেছেন।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কলকাতার হয়ে আইপিএল খেলার সুযোগ পেলেন লিটন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে কলকাতার হয়ে একটি মৌসুম খেলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর কয়েকটি আসরে কলকাতার হয়ে খেলেন সাকিব, দলটির হয়ে দুটি শিরোপা জিতেছেন তিনি।
এবারের নিলামে সবার আগে নাম ওঠে সাকিবের। দেড় কোটি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করা অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এরপর একে একে লিটন, আফিফ ও তাসকিনের নাম নিলামে ওঠে। কিন্তু কারো প্রতিই আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।
দলগুলোর আগ্রহের ভিত্তিতে শেষ দিকে অবিক্রিত ক্রিকেটারদের নাম আবারও নিলামে তোলা হয়। এই পর্বে প্রথম ডাক দেয় কলকাতা। বাকি কোনো দল আগ্রহ না দেখানোয় ৫০ লাখ রুপিতেই লিটনকে পেয়ে যায় দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
আইপিএল হবে লিটনের দ্বিতীয় বিদেশি লিগ। এর আগে ২০১৯ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন তিনি। বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসেবে আইপিএল খেলতে যাচ্ছেন লিটন। তার আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগে খেলেছেন।