লিটনের পর সাকিবকেও দলে নিল কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের অংশ ছিলেন না সাকিব আল হাসান। আইপিএলে খেলতে জাতীয় দল থেকে ছুটি নিয়ে রাখলেও গত আসরে দল পাননি বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। এবারও শুরুতে দল পাননি, প্রথম ডাকে অবিক্রিত থেকে যান সাকিব। তবে এবার দল মিলেছে, সাকিবকে দলে নিয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স।
ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা। নিষেধাজ্ঞার পর ফিরেই কলকাতার হয়ে আইপিএল খেলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এক আসর বিরতির পর আবারও চেনা ঠিকানাতেই ফিরলেন সাকিব। এবার লিটন কুমার দাসকেও দলে নিয়েছে কলকাতা।
প্রথম ডাকে সাকিব, লিটন ছাড়াও বাংলাদেশের আরও দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব অবিক্রিত থেকে যান। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে পরে আবারও নাম তোলা হয় লিটন ও সাকিবের।
৫০ লাখ ভিত্তিমূল্যে লিটনকে ডাকে কলকাতা। অন্যরা আগ্রহ না দেখানোয় বাংলাদেশের ব্যাটসম্যানকে পেয়ে যায় তারা। একইভাবে সাকিবকে ডাকার পর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। প্রথমবারের মতো আইপিএলের একই দলে জায়গা হলো দুজন বাংলাদেশি ক্রিকেটারের।
দশমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে কলকাতার হয়ে আইপিএলের সাতটি মৌসুম খেলেন বাঁহাতি এই অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজিটির দুটি শিরোপা জয়েরই অংশ ছিলেন সাকিব। বাকি দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব ও লিটন কলকাতায়। মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয়বারের মতো আইপিএলের একই আসরে খেলতে যাচ্ছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। ২০১০ সালে আইপিএলের দল পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আশরাফুল।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন সাকিব। ২০১২ ও ২০১৪ মৌসুমে কলকাতার হয়ে শিরোপা জেতেন তিনি। ২০১৮ সালে তাকে ছেড়ে দেয় কলকাতা। পরের আসরে সাকিবকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৯ আসরেও এই দলটির হয়ে খেলেন সাকিব।
আইপিএলের ৯টি মৌসুমে সব মিলিয়ে সাকিব ম্যাচ খেলেছেন ৭১টি। ৫২ ইনিংসে ব্যাটিং করে ২টি হাফ সেঞ্চুরিসহ ১৯.৮৩ গড় ও ১২৪.৪৯ স্ট্রাইক রেটে ৭৯৩ রান করেছেন তিনি। ২৪৭.২ ওভার বোলিং করে ২৯.১৯ গড় ও ৭.৪৪ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৬৩টি।