আল-নাসেরে যোগ দেওয়ার কারণ জানালেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ক্লাব বিহীন ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে তিনি নিজের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। সৌদি আরবের ক্লাব, আল-নাসেরে যোগ দিয়েছেন তিনি। দুই বছরের চুক্তিতে ২০২৫ পর্যন্ত দলটির হয়ে খেলবেন রোনালদো।
কদিন আগেই তিনি বলেছিলেন, এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা আছে তার। কিন্তু এরপর ইউরোপ ছেড়ে কেন মধ্য এশিয়ার এই কম প্রতিযোগিতাপূর্ণ লিগে খেলতে এলেন, সেটির কারণ দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সামনের ফেব্রুয়ারিতে বয়স ৩৮ পূর্ণ হবে রোনালদোর। ক্লাবের হয়ে যা যা অর্জন করার, সবই করেছেন। তাই ইউরোপে আর মন বসেনি পর্তুগিজ মহাতারকার। যদিও শোনা যাচ্ছিল, নিজেই বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবের কাছে ধরণা দিয়েছেন, কিন্তু কেউ তাকে নেয়নি।
তবে ইউরোপ ছেড়ে আসার কারণ হিসেবে রোনালদো দেখালেন নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছাকেই, 'ইউরোপে আমি সবকিছু জিতেছি। তাই এখন নতুন অভিজ্ঞতা পেতে চাই। এজন্যই সৌদি আরবে আসা।'
নিজের ফুটবল অভিজ্ঞতা দিয়ে এশিয়ার ফুটবলকে আরো উন্নত করতে চান রোনালদো, 'আমি আমার অভিজ্ঞতা দিয়ে এশিয়ার ফুটবলকে সাহায্য করতে চাই। এখানকার দলগুলোর সম্ভাবনা আছে আরো ভালো করার।'
এছাড়াও নিজের নতুন দলের সতীর্থদের সঙ্গে দেখা করতে এবং দলকে শিরোপা জেতারে মুখিয়ে আছেন সিআর সেভেন, 'আমি আমার সতীর্থদের সঙ্গে দেখা করতে উন্মুখ। তাদেরকে সাথে নিয়ে আল-নাসেরকে যতো সম্ভব শিরোপা জেতাতে চাই।'