পেলের জার্সি তুলে রাখা নিয়ে আপত্তি জিকোর
বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, ফুটবলের রাজা পেলে। প্রয়াত ফুটবল সম্রাটের শতবর্ষী মা ডোনা সেলেস্তে আরান্তেস হয়তো এখনও জানেন না সন্তান হারানোর কথা। আগামীকাল সোমবার ভোরে হাসপাতাল থেকে ফুটবল সম্রাটের মরদেহ নিয়ে যাওয়া হবে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এই মাঠেই বহু স্মরণীয় গোল করেছিলেন পেলে।
এরপর মঙ্গলবার সকাল ১০টার পরে পেলের অন্তিমযাত্রা শুরু হবে। সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘুরে তা শেষ হবে নেক্রোপোল একুমেনিকাতে। সেখানেই সমাধিস্ত করা হবে ফুটবল সম্রাটকে।
এদিকে, ফুটবল সম্রাট পেলের প্রয়াণের পরেই ১০ নম্বর জার্সি কোনো ফুটবলারকে দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছে সান্তোস কর্তৃপক্ষ। কিন্তু ক্লাব কর্তাদের এমন মনোভাবে মোটেও খুশি নন ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার জিকো। তিনি মনে করেন, ১০ নম্বর জার্সি একজন স্ট্রাইকারের পরিচিতি। এই জার্সি পরার যোগ্যতা অর্জন করা সব স্ট্রাইকারের কাছেই পরম প্রাপ্তি। তিনি চান, সান্তোস কর্তৃপক্ষ যেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।
এক সাক্ষাৎকারে জিকো বলেন, "আমি মনে করি ১০ নম্বর জার্সি একজন স্ট্রাইকারের কাছে গর্বের প্রতীক। এই জার্সি পরতে পারা এক জন স্ট্রাইকারের কাছে গৌরবের। সেটা প্রমাণ করে দলে তার গুরুত্ব। তাই আমি সবসময় এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করি।"
১০ নম্বর জার্সি পরেই পেলে ব্রাজিল ও সান্তোসের হয়ে খেলেছেন, সারা বিশ্বকে পায়ের জাদুতে মুগ্ধ করেছেন। ব্রাজিলের বর্তমান সুপারস্টার তো বলেই দিয়েছেন, "পেলের আগে '১০' ছিল স্রেফ একটা সংখ্যা…" আর ফুটবলে 'পেলে যুগ' এর পরে এই সংখ্যাটিই লাখো ফুটবলারের স্বপ্ন!
সূত্র: আনন্দবাজার পত্রিকা