সামনের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারেন রোনালদো!
সদ্যই ইউরোপের ফুটবল ছেড়ে মধ্য এশিয়ায় এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। সৌদি আরবিয়ান লিগের পাশাপাশি এশিয়ান ফুটবল কাউন্সিল আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন রোনালদো। কিন্তু তার সামনে সুযোগ আগে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা, ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগে খেলার!
সৌদি আরবিয়ান ক্লাব আল-নাসের এশিয়ান দল হলেও রোনালদোর সামনে এখনো দরজা খোলা আছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফেরার। আল-নাসেরের সঙ্গে চুক্তির কারণেই সেটি সম্ভব হতে পারে! কিন্তু কীভাবে?
আল-নাসেরের মালিকপক্ষ যে প্রতিষ্ঠান, সেই সৌদি ইনভেস্টমেন্ট গ্রুপ ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডেরও মালিকপক্ষ। আর এবারের প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগের টেবিলে তৃতীয় স্থানে আছে তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পরের বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। সে হিসেবে নিউক্যাসলের সম্ভাবনা আছে আগামী বছর এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার। কিন্তু তাতে রোনালদোর লাভ কী?
আল-নাসেরের সঙ্গে চুক্তির সময়ই একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন রোনালদো। নিউক্যাসল যদি আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায়, তখন রোনালদো চাইলে ধারে যেতে পারবেন ইংলিশ ক্লাবটিতে। এবং খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগে!
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার এবং সর্বোচ্চ গোলের রেকর্ড এখন রোনালদোর দখলে। দুটি রেকর্ডই ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন লিওনেল মেসি। চিরশত্রুর কাছে নিজের রেকর্ড হারাতে চান না নিশ্চয়ই সিআর সেভেন।
আর সেজন্যই, চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো ক্লাবে এ মৌসুমে ঠাই না পেলেও, সামনের মৌসুমে ফিরতে পারেন তিনি। তবে এজন্য আগে নিউক্যাসলকে নিশ্চিত করতে হবে, তারা যেন প্রতিযোগিতায় সামনের মৌসুমে খেলার সুযোগ পায়।