'ইউরোপের অনেক ক্লাবই আমাকে নিতে চেয়েছিল'- রোনালদো
আল-নাসেরের খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয়ে নানা বিষয়ে কথা বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সব ছেড়ে সৌদি আরবে আসার পেছনের কারণ হিসেবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার বিষয়টি বেশি কাজ করেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে রোনালদো জানান, ইউরোপের অনেক ক্লাব তাকে দলে নিতে চাইলেও তিনি আল-নাসেরকেই কথা দিয়ে রেখেছিলেন।
সংবাদ সম্মেলনে রোনালদোকে কেন আল-নাসের বেছে নিলেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ইউরোপের অনেক ক্লাবে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি সৌদি আরবে আসাকেই প্রাধান্য দিয়েছেন। কারণ এখানকার লিগের প্রতিযোগিতা তাকে টেনেছে।
সেই সাথে ইউরোপ-ব্রাজিল এমনকি আমেরিকা-অস্ট্রেলিয়ার অনেক ক্লাব থেকেও তার কাছে প্রস্তাব ছিলো বলে জানান রোনালদো, 'ইউরোপের অনেক ক্লাবেই যাওয়ার সুযোগ ছিলো আমার সামনে। এমনকি ব্রাজিল, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকেও প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি আল-নাসেরকেই কথা দিয়েছিলাম।'
বিশ্বের সেরা পাঁচ লিগ ছেড়ে ২৭ তম অবস্থানের লিগে যাওয়াটাকে অনেকেই বাঁকা চোখে দেখেছেন, তাদেরকে চুপ করাতেই যেন রোনালদোর এই বার্তা।