'আমি সবার থেকে আলাদা, আমার অর্জনের কিছুই বাকি নেই '- রোনালদো
আল-নাসেরের খেলোয়াড় হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানেই জানিয়েছেন, ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে এখন সৌদি আরবের লিগের নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চান তিনি।
ইউরোপ ছেড়ে মধ্য এশিয়ার মতো জায়গায় কেন খেলতে এসেছেন, এমন প্রশ্নের জবাবে রোনালদো জানান, ইউরোপের ফুটবলে অর্জন করার মতো কিছুই বাকি নেই তার।
সেইসাথে নিজেকে অন্য সবার থেকে আলাদা বলেও মন্তব্য করেন রোনালদো। আল-নাসেরের খেলোয়াড় হিসেবে এই সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, 'আমি সবার চেয়ে আলাদা একজন খেলোয়াড়। ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলোতে খেলেছি। সেখানে সবকিছু অর্জন করেছি। আমার জেতার আর কিছুই বাকি নেই।'
আল-নাসেরে খেলতে আসার কারণে অনেকেই ভ্রু কুঁচকেছেন, তাদেরকেও উত্তর দিয়েছেন রোনালদো, 'আমার জন্য এসব সমালোচনা খুবই স্বাভাবিক। কারণ আমি বাকি সবার চেয়ে আলাদা। আমি এসব নিয়ে একদমই ভাবি না।'
ইউরোপের অনেক ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব থাকা সত্ত্বেও কেন সৌদি আরবকেই বেছে নিয়েছেন সেই প্রশ্নের জবাবে রোনালদো বলেন, এখানকার লিগের প্রতিযোগিতার মান চোখে লেগেছে তার। যা সম্পর্কে অনেকেই জানেন না বলেও মন্তব্য করেন সিআর সেভেন।