জাঁকজমকের সঙ্গে রোনালদোকে বরণ করে নিল আল-নাসের
আল-নাসের সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ক্লাবটির স্টেডিয়াম এম রাসুলে প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে হাজির হন পর্তুগিজ মহাতারকা। টানেল থেকে বের হওয়ার আগেই 'রোনালদো, রোনালদো' ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ।
রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের সমর্থকেরা অধীর আগ্রহে দিন গুনছিলেন, কবে তাকে দেখতে পাবেন সামনে। সেই অপেক্ষা ফুরিয়েছে কিছুক্ষণ আগে। আল-নাসেরের জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
'রোনালদো, রোনালদো' ধ্বনিতে কেঁপে উঠছিল আল-নাসেরের স্টেডিয়ামের চারপাশ। সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তাদের ক্লাবে খেলতে এসেছেন, এটি বিশ্বাস করতেও যেন কষ্ট হচ্ছিল অনেকের। রোনালদোকে স্বচক্ষে সামনে দেখতে পাওয়ার উপলক্ষ্য কেই বা স্মরণীয় করে রাখতে চাইবে না!
রোনালদোও এই ভালোবাসার জবাব দিয়েছেন। জানিয়েছেন, শুধুমাত্র আল-নাসেরকে ফুটবলের দিক থেকেই নয়, বরং সৌদি আরবের মানুষকেও অনুপ্রেরিত করতে চান তিনি, 'আমি আল-নাসেরের খেলোয়াড় হতে পেরে গর্বিত। আমি সৌদি আরবের মানুষের জন্য কাজ করতে চাই'।
পরিচিত পর্বের শেষদিকে নিজের সঙ্গিনি এবং ছেলে-মেয়েরাও যোগ দেন রোনালদোর সাথে। আরবি ভাষায় কিছু বলার চেষ্টা করেন তিনি, কিন্তু ঠিকমতো উচ্চারণ করতে না পারায় হাসির রোল পড়ে যায়। রোনালদো নিজেও হেসে দেন তার ব্যর্থতায়।
আল-নাসেরের খেলোয়াড় হয়ে সমর্থকদের সামনে হাজির হলেও, রোনালদোকে মাঠে দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে।