ইংল্যান্ডের নিষেধাজ্ঞা সৌদি আরবে কাটাতে হবে রোনালদোকে!
সৌদি আরবের ক্লাব আল-নাসেরের খেলোয়াড় হিসেবে ইতোমধ্যে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সবাই অপেক্ষায় আছেন তাকে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে দেখার। কিন্তু এই অপেক্ষা সহসাই শেষ হচ্ছে না। রোনালদোর মাঠে নামার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পাওয়া নিষেধাজ্ঞা!
সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় এক ম্যাচে প্রতিপক্ষ এভারটনের এক সমর্থকের ফোন আছাড় মেরে ভেঙ্গে ফেলেছিলেন রোনালদো। সেটির শাস্তি হিসেবে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ইংলিশ ফুটবল ফেডারেশন। ইংল্যান্ড ছাড়লেও, শাস্তি পিছু ছাড়ছে না রোনালদোর।
ইংলিশ পত্রিকা ডেইলি মেইলের দাবি, ম্যানচেস্টার ইউনাইটেড তো বটেই, ইংল্যান্ড ছেড়ে যাওয়া সত্ত্বেও এই নিষেধাজ্ঞার আওতাধীন থাকছেন রোনালদো। তাই বৃহস্পতিবার আল-নাসেরের হয়ে মাঠে নামা হচ্ছে না তার।
এছাড়াও রোনালদোর মাঠে নামতে দেরি হওয়ার পেছনে আছে আরেকটি কারণ। সৌদি আরব সরকারের থেকে এখনও রোনালদো 'ওয়ার্ক পার্মিট' পাননি। সেটি পেতে হলে আল-নাসেরকে যে কোনো একজন বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। সেটি করার পরেই রোনালদো খেলার সুযোগ পাবেন।
এই মৌসুমের ক্লাব ফুটবল এবং বিশ্বকাপেও খুব একটা খেলার সুযোগ না পাওয়ার ফলে রোনালদোর ফিটনেসেও ঘাটতি আছে। এসবকিছুর সমাধান করে তবেই তাকে খেলতে নামতে হবে আল-নাসেরের হয়ে।