‘প্রিমিয়ার লিগের অনেক ম্যাচ না খেললেও আজ পর্যন্ত বিপিএল মিস দেয়নি সাকিব’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সাকিব আল হাসানের করা সমালোচনার রেশ শেষ হচ্ছে না। আসর মাঠে গড়িয়ে গেলেও এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। নানা অসংলগ্নতা উল্লেখ করার পাশাপাশি সাকিব বলেন, ঢাকার প্রিমিয়ার লিগও বিপিএলের চেয়ে গোছালোভাবে হয়।
খেলোয়াড় নিলাম, ডিআরএসসহ আরও কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব। এমন কি নিজে দায়িত্ব পেলে মাস খানেকের মধ্যে বিপিএলের সব কিছু গুছিয়ে ফেলতে পারবেন বলেও জানান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। শুক্রবার এসব নিয়ে প্রশ্ন করলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, সাকিবের জন্য উল্টো প্রশ্ন আছে তার।
বিসিবির এই পরিচালক জানান, প্রিমিয়ার লিগকে ভালো বললেও এই টুর্নামেন্টেরই অনেক ম্যাচ সাকিব খেলেন না। যদিও বিপিএল খেলা কখনও বাদ দেননি তিনি। চাইলে এটা মনে করিয়ে বাংলাদেশ অলরাউন্ডারের কাছে প্রশ্ন রাখতে পারেন তিনি। এর আগে অবশ্য ইসমাইল হায়দার মল্লিক জানান, ভিন্ন মত থাকলেও সাকিব বাংলাদেশ ক্রিকেট পরিবারেরই অংশ।
বিপিএল নিয়ে সাকিবের করা বক্তব্যের সঙ্গে মাশরাফি বিন মুর্তজাসহ অনেকেই একাত্মতা জানিয়েছেন। বিষয়টি তুলতেই ইসমাইল হায়দার বলেন, 'একটু আগেও সাকিব আমাদের সঙ্গে কথা বলেছে। এখানে আসার আগে মাশরাফির সঙ্গে কথা বলছিলাম। দেখেন আমরা সবাই একই পরিবারের। মত ভিন্ন থাকতেই পারে। একটা জিনিস মেনে নিতে হবে, ডিআরএসটা। আমাদের প্রোডাকশনও নিশ্চিত করেছিল ডিআরএস আছে।'
'সাকিব তো আমাদেরই লোক। পরিবর্তন তো আমরাও চাই। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনৈতিক কাঠামোটা কী। আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো…,এটা ভালো বলতে পারবে আমাদের প্রধান নির্বাহী।' যোগ করেন বিপিএলের সদস্য সচিব।
বিপিএল নিয়ে সমালোচনা করলেও এই আসরের সব সময়ই সাকিব নিয়মিত, সেটা মনে করিয়ে দিলেন তিনি, 'আলাদা আলাদা কমিটি আছে। কেউ বলতেই পারে। আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনে অনেক খেলা খেলে না। কিন্তু আজ পর্যন্ত তো বিপিএল মিস দেয় নাই। ওকে যদি আমি পালটা প্রশ্ন করি? বলছে প্রিমিয়ার ডিভিশনের চেয়ে খারাপ। এটা আসলে বিতর্ক না। ও আমাদেরই লোক, আমাদের সীমাবদ্ধতা আছে।'