রোনালদোকে খেলাতে ব্রাজিলের বিপক্ষে গোল করা ক্যামেরুনিয়ানের সঙ্গে চুক্তি বাতিল আল-নাসেরের
আল-নাসেরে যোগ দেওয়ার পর বেশ কিছুদিন হয়ে গেলেও এখন পর্যন্ত দলটির হয়ে মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এর পেছনে বড় কারণ ছিলো আল-নাসেরের বিদেশি কোটায় অতিরিক্ত খেলোয়াড় থাকা। সৌদি আরবের লিগের নিয়ম অনুযায়ী, একটি ক্লাব সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় দলে রাখতে পারবে।
রোনালদোসহ আল-নাসেরের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছিল নয়জনে। তাই যেকোনো একজনের সঙ্গে চুক্তি ছিন্ন করতে হতো আল-নাসেরকে। সেটি তারা করেছে, ক্যামেরুনিয়ান স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকরের সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাবটি।
কাতার বিশ্বকাপে এই আবুবকরের গোলেই ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছিল ক্যামেরুন। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার আল-নাসেরে যোগ দিয়েছিলেন ২০২১ সালে। দলটির হয়ে ৩৯ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।
তবে আল-নাসের আবুবকরের সঙ্গে চুক্তি বাতিল করলেও এটি তার জন্য শাপে বর হিসেবেই আসতে যাচ্ছে বলে গুঞ্জন। কারণ, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নাকি নিজেদের আক্রমণভাগে চায় আবুবকরকে।
এই ইউনাইটেডের সাথে গন্ডগোল করেই ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তার বর্তমান ক্লাব থেকে আবুবকরকে টেনে নিয়ে রোনালদোর অভাব পূরণ করার কথা ভাবছে রেড ডেভিলরা।