পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ডার্বি জিতলো ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে পিছিয়ে পড়েও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে সিটির বিপক্ষে এই জয়ের ফলে শীর্ষস্থানে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৬ এ নামিয়ে এনেছে ইউনাইটেড।
ইউনাইটেডের মাঠে জিতলে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ২ এ নামিয়ে আনার সুযোগ ছিলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সামনে। কিন্তু হেরে গিয়ে উল্টো তৃতীয় স্থানে থাকা ইউনাইটেডের সঙ্গে এখন সিটির পয়েন্ট ব্যবধান মাত্র ১।
ওল্ড ট্র্যাফোর্ডে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাতে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ঘরের মাঠে কিছুদিন ধরেই অপ্রতিরোধ্য ইউনাইটেডও সেরা চারে জায়গা পেতে বদ্ধপরিকর। ম্যাচের প্রথমার্ধে যদিও কোনো দলই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে সিটি। ৬০ মিনিটে ম্যাচে সিটিকে এগিয়ে দেন বদলি নামা জ্যাক গ্রিলিশ। গোল খেয়েই যেন জেগে উঠে ইউনাইটেডও। ম্যাচের শেষ ২০ মিনিট রীতিমতো ঝড় চালায় রেড ডেভিলরা।
যার ফলাফল হিসেবে ৭৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে এরিক ট্যান হাগের দল। ৮২ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। এই ম্যাচ নিয়ে টানা ৯ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে গোল করলেন এই ইংলিশ ফরোয়ার্ড।
শেষদিকে সিটি চেষ্টা করলেও ইউনাইটেডের রক্ষণে চিড় ধরাতে পারেনি। তাই হেরেই মাঠ ছাড়তে হয়ে পেপ গার্দিওলার দলকে। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।