বার্সেলোনার মেয়েদের বিশ্বরেকর্ড
লা লিগায় এই মুহূর্তে চলছে বার্সেলোনার জয়জয়কার। ছেলেদের লিগে টেবিলের শীর্ষ স্থানে আছে জাভির দল। মেয়েদের লা লিগায়ও শীর্ষে বার্সেলোনাই। সেইসাথে দুর্দান্ত একটি রেকর্ডও গড়েছে বার্সেলোনার মেয়েদের দল।
কোনো ধরনের ফুটবলের টানা ৫০ লিগ ম্যাচ জেতার রেকর্ড নেই কারো। প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছেন বার্সেলোনার মেয়েরা। লা লিগায় দুই ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা।
বার্সেলোনার মেয়েরা সর্বশেষ কোনো লিগ ম্যাচ হেরেছেন ২০২১ সালের জুন মাসে। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-৩ গোলে হারের পর খেলা ৫০ টি লিগ ম্যাচই জিতেছে বার্সা নারী দল। যার সর্বশেষটি লেভান্তে লাস প্লানাসের বিপক্ষে ৭-০ গোলের বিরাট ব্যবধানে।
এই ৫০ ম্যাচ জয়ের পথে বার্সেলোনার মেয়েরা গোল করেছেন ২৪৭ টি, যা প্রায় ম্যাচপ্রতি ৫ টি গোল। আর এই সময়ের মধ্যে তারা হজম করেছেন মাত্র ১৯ টি গোল। যেকোনো ধরনের ফুটবলের ক্ষেত্রেই যা চোখ কপালে তুলে দেওয়ার মতোন।
উল্লেখ্য, মেয়েদের ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ দর্শকের রেকর্ড গড়েছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যেকার 'এল ক্লাসিকো'। ২০২২ সালের মার্চে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এই দুই দলের লড়াই দেখতে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে উপস্থিত ছিলেন ৯১ হাজার ৫৫৩ জন দর্শক। বার্সেলোনা ম্যাচটি জেতে ৫-২ গোলের ব্যবধানে।