'আমার সঙ্গে কথোপকথনের জন্যই রোনালদো এখন সৌদি আরবে'
পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের পর থেকেই যেন পালটে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবন। তবে সেটি কতোটা ইতিবাচক, তা রোনালদোই ভালো বলতে পারবেন। সেই সাক্ষাৎকার দেওয়ার পরেই যে ইউরোপ থেকে এক প্রকার বিতারিতই হয়েছে সিআর সেভেন।
কদিন আগেই পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন টাকার জন্য ইউরোপ ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই তার। রাতারাতি ভোল পালটে সেই রোনালদোই এখন টাকার জন্য যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে।
বছরে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার চুক্তিতে রোনালদোকে দলে নিয়েছে আল-নাসের। বিশ্বকাপের আগেই রোনালদো জানিয়েছিলেন, এখনো ইউরোপের শীর্ষ সারির ফুটবল খেলার সামর্থ্য আছে তার। কিন্তু বিশ্বকাপের পর বিভিন্ন ক্লাবের দ্বারে দ্বারে ঘুরেও সুযোগ পাননি রোনালদো।
এরপর সৌদি আরবে পাড়ি জমান সিআর সেভেন। এটিকে রোনালদোর জয় হিসেবে দেখছেন পিয়ার্স মরগান, 'রোনালদো ৩৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। এটা তার জন্য বরং ভালো হয়েছে।'
তার সাথে সাক্ষাৎকারে বসার ফলেই রোনালদো এমন সুযোগ পেয়েছেন বলে মন্তব্য মরগানের, 'আমার সাথে কথোপকথনের কারণেই রোনালদো এত বড় চুক্তি করতে পেরেছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বের হতে চেয়েছিল সে। সেটি করার পাশাপাশি রোনালদোর জন্য এই দরজা খুলে দেওয়ার কাজটি করার জন্য আমাকে দেওয়া সাক্ষাৎকারকে ধন্যবাদ দিতেই হয়।'