বাংলাদেশ সফরে দল নির্বাচন নিয়ে বিপাকে ইংল্যান্ড
বাংলাদেশ সফরে দল গড়া নিয়ে বিপাকে পড়ে গেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলায় বাংলাদেশ সফরে না আসার সিদ্বান্ত নিয়েছেন ইংল্যান্ডের বেশ কয়েক ক্রিকেটার। পাশাপাশি ইনজুরি সমস্যাও আছে দলে। সব মিলিয়ে দল নির্বাচনে বেগই পেতে হচ্ছে দেশটিকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত ওভারের কোচ ম্যাথু পট ও অধিনায়ক জশ বাটলারের নেতৃত্বে তরুণ প্রতিভাবান ও নতুন মুখ নিয়ে দল গঠন করবে ইংল্যান্ড। সেক্ষেত্রে অনেকটাই খর্ব শক্তির দল নিয়ে সফরে আসতে হবে তাদের।
এবারের বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। সিরিজটি ২০২১ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়ার কথা ছিলো। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজটি পেছানো হয়।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফেরা অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে না এসে পিএসএলে খেলার সিদ্বান্ত নিয়েছেন। পিএসএলের এবারের আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলবেন তিনি। হেলসের মতো পিএসএলকে গুরুত্ব দিচ্ছেন স্যাম বিলিংস, লিয়াম ডসন, জেমস ভিন্সরাও। ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত চলবে পিএসএলের অষ্টম আসর।
আগামী ২৪-২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে ইংল্যান্ড। এর আগেই ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেওয়া ক্রিকেটারদের বাংলাদেশ সফরে পাবে না ইংলিশরা।
এ ছাড়া হ্যারি ব্রুক, বেন ডাকেট, অলি স্টোন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলছেন, তাদেরকে পাবে না ইংল্যান্ড। পাওয়া যাবে না জো রুটকেও। অনভিষিক্ত উইল জ্যাকসকে ওপেনিংয়ে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। শ্রীলংকা সফরে থাকা ইংল্যান্ড লায়ন্স থেকে কয়েকজনকে বাংলাদেশ সফরের দলে নেওয়া হতে পারে। বাংলাদেশ সফর দিয়ে ফিরতে পারেন পেসার মার্ক উড।