বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে অনুভূতি জানালেন মেসি
বুয়েন্স এইরেস থেকে ঢাকার দূরত্ব ১৬ হাজার ৭৬৩ কিলোমিটার। কিন্তু এই দূরত্ব এক নিমিষে ঘুচিয়েছে কেবল একটি নাম, লিওনেল মেসি। যার জন্য হাজার হাজার কিলোমিটার দূরে রাত জেগে থাকে অসংখ্য ভক্তরা।
কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে উন্মাদনা পৌঁছেছে নতুন মাত্রায়। বাংলাদেশে তো মাত্রা ছাড়িয়েই গিয়েছে বলা যায়। আর সেই পাগলামি চোখে পড়েছে স্বয়ং মেসির।
সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের উপর থেকে বিশ্বাস হারাননি বিশ্বজুড়ে থাকা তাদের লাখো-কোটি ভক্ত।
ব্যতিক্রম ছিলেন না বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরাও, প্রতিটি ম্যাচেই আকাশি-নীল জার্সি পরে লিওনেল স্কালোনির দলকে সমর্থন দিয়ে গেছেন তারা। বেশিরভাগ জার্সির পেছনেই ছিল 'মেসি ১০' খোদাই করা।
এবার সেটি নিয়েই কথা বলেছেন মেসি, জানিয়েছেন ভক্তদের এমন উন্মাদনা চোখে পড়েছে তার এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের, 'আমরা সবাই এই দৃশ্য দেখেছি। বিশ্বজুড়ে আমাদের সব ভক্তদের এত সমর্থন আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এটি সত্যিই একটি অসাধারণ ব্যাপার।'
এতসব সমর্থকদের শেষ পর্যন্ত হতাশ করেননি মেসি-দি মারিয়ারা। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেই সব ভালোবাসার জবাব দেয় আর্জেন্টিনা।