‘পাকিস্তানে না আসতে চাইলে নরকে যেতে পারে ভারত’
পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলার ব্যাপারে বরাবরের মতোই আগের সিদ্ধান্তে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু প্রতিবেশী দেশটিতে গিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে অংশ নিতে চায় না ভারত। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত চটেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। ক্রিকেটে টিকে থাকতে তাদের ভারতের দরকার নেই বলে মন্তব্য করেছেন ক্ষুব্ধ মিয়াঁদাদ।
এশিয়া কাপের ষোলোতম আসর আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক বৈরীতার কারণে পাকিস্তানে যেতে চায় না ভারত। এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত। এ নিয়ে গত অক্টোবরে কথা বলেন বিসিসিআইয়ের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ।
জয় শাহর বক্তব্যের পর তখন উত্তপ্ত অবস্থা তৈরি হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ বয়কটের হুমকি দেন তখনকার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তার সুরেই কথা বলেন নতুন পিসিবি প্রধান নাজাম শেঠিও।
ব্যাপারটির সমাধানে গত শনিবার এসিসির নির্বাহী কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়। যদিও কোনো সমাধান আসেনি। আইসিসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করা হতে পারে। এ ব্যাপারে নাকি দুই বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছে।
এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে, সেটা জানতে অপেক্ষায় থাকতে হবে সবাইকে। তবে ভারতের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মিয়াঁদাদ। তার দাবি, পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় ভারত।
রোববার বেলুচিস্তানে পেশাওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার প্রদর্শনী ম্যাচের সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মিয়াঁদাদ বলেন, 'ভারত নরকে যেতে পারে, যদি তারা ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতে না চায়। পাকিস্তানের টিকে থাকতে ভারতের প্রয়োজন নেই।'
পাকিস্তানে গিয়ে তাদের বিপক্ষে হারলে ভারতের জনগণের রোষাণলে পড়তে হবে ভেবে ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন মিয়াঁদাদ। তার ভাষায়, 'পাকিস্তানের বিপক্ষে খেলতে কেন ভয় পাচ্ছে ভারত? তারা জানে, যদি পাকিস্তানের কাছে হারে, তাহলে জনগণ তাদের ছাড়বে না। নরেন্দ্র মোদি উধাও হয়ে যাবে, তাদের জনতা তাকে ছাড়বে না।'