বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় হার
শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয়ের দেখা মেলেনি। দ্বিতীয় ম্যাচে সম্ভাবনাও জাগানো গেল না। নারী ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন লড়াই-ই করতে পারলো না বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হার মেনে নিলো নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার রাতে সেইন্ট জর্জ পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টানা দুই হারে এক নম্বর গ্রুপের পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে বাংলাদেশ। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান জয় পেলেও রান রেটে পিছিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ম্যাচসেরা জর্জিয়া ওয়েরহ্যাম, ডার্সি ব্রাুউনদের বোলিং তোপের মুখে অধিনায়ক জ্যোতি কেবল লড়াই করতে পেরেছেন। উইকেটরক্ষক এই ব্যাটার হাফ সেঞ্চুরি তুলে নেন। বাকি আট ব্যাটারের মধ্য থেকে কেবল একজন দুই অঙ্কের রান করেন। জবাবে অ্যালিসা হিলি ও অধিনায়ক মেগ ল্যানিংয়ের ব্যাটে ১০ বল হাতে রেখে বড় জয় তুলে নেয় অজি মেয়েরা।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই ওপেনার বেথ মুনিকে হারায় অস্ট্রেলিয়া। তবে তাতে কোনো বেগই পেতে হয়নি অজিদের। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন হিলি ও ল্যানিং। হিলি ৩৭ রান করে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ল্যানিং। অজি অধিনায়ক ৪৯ বলে ৪টি চারে ৪৮ রান করেন। ১৯ রানে অপরাজিত থাকেন অ্যাশলেই গার্ডনার।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে স্বপ্নের বিশ্বকাপ অভিষেক হওয়া মারুফা আক্তার অস্ট্রেলিয়ার বিপক্ষেও দারুণ বোলিং করেছেন। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ৩ উইকেচট নেওয়া ডানহাতি এই পেসার অজিদের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে নেন এক উইকেট। বাকি উইকেটটি পান লেগ স্পিনার স্বর্ণা আক্তার।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশে নিয়মিত ধারায় উইকেট হারিয়েছে। কেবল জ্যোতি ছিলেন ব্যতিক্রম। ডানহাতি এই ব্যাটার ৫০ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন, টি-টোয়েন্টিতে এটা তার তৃতীয় হাফ সেঞ্চুরি। স্বর্ণা করেন ১২ রান। বাকি কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ম্যাচসেরা ওয়েরহ্যাম ৪ ওভারে ২০ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান ব্রাউন। একটি করে উইকেট নেন মেগান শাট ও গার্ডনার।