পাপনের মতে ড্রেসিং রুমে অস্বাস্থ্যকর পরিবেশ, উল্টো বলছেন তামিম
দুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে কথার ঝাঁপি খুলে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতোদিন যেসব গুঞ্জন ছিলো, সেসব বিষয়কে সত্যিকারের সমস্যা হিসেবে তুলে ধরেছেন তিনি। বিসিবি সভাপতি জানান, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দের কারণে সুস্থ পরিবেশ নেই বাংলাদেশের ড্রেসিং রুমে।
সাকিব-তামিমের মধ্যে সুসম্পর্ক নেই, তা ক্রিকেট পাড়ায় কমবেশি অনেকেরই জানা ছিল। বিসিবি সভাপতি সেটাকে 'অফিসিয়াল' করে দিয়েছেন। যদিও নাজমুল হাসানের কথার সঙ্গে পুরোপুরি একমত নন তামিম। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের ব্যাপারটি স্বীকার না করলেও অস্বীকার করেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে ড্রেসিং রুমের আবহ ভালো আছেই বলেই মনে মনে করেন তিনি।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম। সিরিজের চেয়ে তার সঙ্গে সাকিবের বৈরী সম্পর্ক নিয়েই বেশি প্রশ্ন করা হয়। এ কারণে ড্রেসিং রুমের পড়া প্রভাব নিয়ে জানতে চাইলে তামিম বলেন, 'আমার কাছে মনে হয়, দলের আবহ খুবই ভালো। আজকে থেকে না, অনেক দিন ধরেই ভালো। যেটার ফলও আপনারা দেখছেন।'
'আমরা সব সময় ওয়ানডেতে ভালো ছিলাম, সব সময় বলব না, গত পাঁচ-ছয় বছর ধরেই ভালো ছিলাম। আর সবশেষ পাঁচ-ছয়টা সিরিজ যদি আমরা দেখি, আমরা বেশিরভাগই জিতেছি। যখনই একটা আনন্দময় ড্রেসিং রুম থাকে বা একটা আনন্দময় পরিবেশ থাকে, তখনই এসব জিনিস সহজ হয়। তাই আমি কোনো পরিবর্তন দেখছি না। ঠিক এক বছর আগে যে রকম ছিল, এখনও সেই রকমই আছে। কোনো কিছু (পরিবর্তন) নেই।' যোগ করেন তামিম।
সাক্ষাৎকারে নাজমুল হাসান বলেছিলেন, সাকিব-তামিমের সম্পর্ক ভালো নয়। এই দুই সিনিয়র ক্রিকেটারের কারণে ড্রেসিং রুমের পরিবেশ স্বাস্থ্যকর নেই। বিসিবি সভাপতি জানান, দুজনের সঙ্গে কথা বলেও বিষয়টি মিটমাট করতে পারেননি তিনি। তার কাছে মনে হয়েছে, এটা এই মুহূর্তে সহজে সমাধান হওয়ার নয়।