টি-টোয়েন্টি দলে হৃদয়-তানভীর, সাড়ে সাত বছর পর ডাক পেলেন রনি
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে তৌহিদ হৃদয়ের ডাক পাওয়া বিস্ময় জাগিয়েছিল। সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা বলেছিলেন, একটু দ্রুতই তাকে দলে নেওয়া হলো। তবে বিপিএলের পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি হৃদয়ের ডাক পাওয়া ছিল অবিসম্ভাবী। তেমনই হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ঘোষণা করা ১৫ সদস্যের দলে জায়গা হয়েছে তার।
দলে সবচেয়ে বড় চমক রনি তালুকদার। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়ানো ডানহাতি এই ব্যাটসম্যান সাড়ে সাত বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের হয়ে খেলেন রনি, যা জাতীয় দলের হয়ে খেলা তার একমাত্র টি-টেয়েন্টি। এবারের বিপিএলে ১৩ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬৩ গড়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেন রনি।
চ্যাম্পিয়নের মুকুট জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ১২ ম্যাচে ১৭ উইকেট নেন তিনি, যা যৌথভাবে আসরের সর্বোচ্চ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা। এতোদিন টেস্টের জন্য বিবেচনা করে আসা রেজাউর রহমান রাজাও প্রথমবারের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৮ ম্যাচে ১৩ উইকেট নেন ডানহাতি এই পেসার।
সর্বশেষ স্কোয়াড থেকে সব মিলিয়ে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। নতুন তিনজনের সঙ্গে দুজনকে ফেরানো হয়েছে। একজন রনি, আরেকজন শামীম হোসেন পাটোয়ারী। বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেন। সর্বশেষ বিপিএলে রংপুরের হয়ে ১২ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ২৯.১৬ গড়ে ১৭৫ রান করেন তিনি।
সর্বশেষ স্কোয়াড থেকে বাঁদ পড়েছেন পাঁচজন ক্রিকেটার। তারা হলেন ইয়াসির আলী রাব্বী, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ১২ মার্চ।
প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।