হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে হারে শুরু হলেও প্রথম ওয়ানডে নিয়ে ভালো লাগা ছিল। অল্প রানের পুঁজি নিয়েও ইংলিশদের বিপক্ষে দারুণ লড়ে তামিম ইকবালের দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে সামান্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ, ১৩২ রানের বড় ব্যবধানে হেরে যায় ঘরের মাঠের দলটি। সিরিজ খোয়ানো বাংলাদেশের মিশন এখন হোয়াইটওয়াশ এড়ানোর।
সেই লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম।
বাংলাদেশ তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ডানহাতি পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় আরেক পেসার এবাদত হোসেনকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড তিনটি পরিবর্তন এনেছে। জফরা আর্চার ও ক্রিস ওকস একাদশে ফিরেছেন। অভিষেক হচ্ছে লেগ স্পিনার রেহান আহমেদের। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মার্ক উড, সাকিব মেহমুদ ও উইল জ্যাকস।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ ও জফরা আর্চার।