ফ্রি-কিক থেকে রোনালদোর গোলের রাতে আল-নাসেরের জয়
নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দল আবহার কাছে হারতে বসেছিল আল-নাসের। ৭৮ মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিলো ১-০ গোলের ব্যবধানে। তখনই দৃশ্যপটে হাজির হন ক্রিশ্চিয়ানো রোনালদো।
৩৮ বছর বয়সেও যে এমন ফ্রি-কিক নেওয়া যায় সেটিই যেন দেখিয়ে দিলেন পর্তুগিজ তারকা। ৩৫ গজ দূর থেকে তার ফ্রি-কিক থেকে দেওয়া দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফেরায় আল-নাসের।
এরপর ৮৬ মিনিটে পেনাল্টি থেকে তালিসকার গোল নিশ্চিত করে আল-নাসেরের জয়। পিছিয়ে থেকেও ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে সৌদি লিগের দ্বিতীয় স্থান ধরে রাখল রুডি গার্সিয়ার দল।
এদিকে এখনো যে নিজের অন্যতম শক্তির জায়গা ফ্রি-কিক থেকে গোল করা ভুলে যাননি, সেটি আরেকবার মনে করিয়ে দিয়েছেন রোনালদো। ৩৫ গজ দূর থেকে যে শক্তিশালী শটে বল জালে জড়ালেন, সিআর সেভেন তার পুরোনো দিনের কথাই মনে করিয়ে দিলেন।
৮৬ মিনিটে আল-নাসের পেনাল্টি পেলেও সেটি নেননি রোনালদো। তার জায়গায় পেনাল্টি শট নেন ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিসকা, গোল করতে ভুল করেননি তিনি।