মেসিকে দুয়োধ্বনি পিএসজি সমর্থকদের
কাতার বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা যে ফরাসিরা এখনো ভুলতে পারেননি তা যেন তারা প্রমাণ করে দিলেন নিজেদের দেশের ক্লাবের খেলোয়াড়কে দুয়োধ্বনি দিয়ে। অবশ্য খেলোয়াড়টি যদি হন লিওনেল মেসি, সেক্ষেত্রে ফরাসিদের জন্য এটি স্বাভাবিকই।
বিশ্বকাপ জয়ের পর বাকি আর্জেন্টাইন খেলোয়াড়রা নিজেদের ক্লাবে ফিরে সংবর্ধনা পেলেও লিওনেল মেসিকে কোনো প্রকার সম্মান জানাননি পিএসজি সমর্থকরা। তারা যে মেসিকে আর নিজেদের কেউ মনে করতে পারছেন না সেটিই যেন দেখিয়ে দিলেন রেনের বিপক্ষে তাকে দুয়ো দিয়ে।
ঘরের মাঠে রেনের কাছে ২-০ গোলে হেরেছে পিএসজি। এটি এই মৌসুমে ঘরের মাঠে তাদের প্রথম হার। নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে-মেসিরা। আর্জেন্টাইন জাদুকরকে দুয়ো শুনতে হয়েছে পিএসজি সমর্থকদের কাছ থেকেই।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর এখন লিগই পিএসজির ভরসার জায়গা। সেখানেও ফর্ম খুঁজে পাচ্ছেন না পিএসজি তারকারা। আর সেই জেরেই কিনা বিরক্ত পিএসজি সমর্থকরা। তাই মেসি-এমবাপ্পেদেরকে দুয়ো দিতেও বাধ সাধেনি তাদের।
এমবাপ্পের চেয়ে মেসির দিকেই তাক বেশি ছিলো, শত হলেও এমবাপ্পে ঘরের ছেলে। ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনাল প্রায় জিতিয়েই ফেলেছিলেন। অপরদিকে মেসির আর্জেন্টিনার কাছেই হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ফরাসিদের। তাই তাকে দুয়ো দেওয়াটাই যেন স্বাভাবিক বিষয় ছিলো এদিন।
সেইসাথে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারেও এখন পর্যন্ত ঘোলাটে মেসির অবস্থান। এতকিছুর পর তিনি আর চুক্তি বাড়াবেন কিনা সেটিই এখন সন্দেহের বিষয়।