গোলরক্ষককে মারতে গিয়ে ৪০ বছরের জন্য নিষিদ্ধ হলেন সমর্থক
প্রিয় দলের হার কারই বাঁ সহ্য হয়! তার ওপর যদি আবার জিতেও টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয় তখন সেই কষ্ট বেড়ে যাওয়াটাও স্বাভাবিক। তাই বলে মাঠে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষককে মারা?
ইউরোপা লিগের নক-আউটের দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেও পরের পর্বে উঠতে পারেনি ডাচ ক্লাব পিএসভি। কারণ প্রথম লেগে যে সেভিয়ার কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছিল তারা।
জিতেও পরের পর্বে যেতে না পারার যন্ত্রণাটা সম্ভবত মেনে নিতে পারেননি পিএসভির এক সমর্থক। ম্যাচের একদম শেষ দিকে মাঠে ঢুকে সেভিয়া গোলকিপার মার্কো দিমিত্রোভিচকে ঘুষি মেরে বসেন সেই সমর্থক। জাতিতে সার্ব এই গোলকিপার পাল্টা আক্রমণে ধরাশায়ী করেন তাকে। গত ২৩ ফেব্রুয়ারি ইউরোপা লিগ প্লে–অফ ফিরতি লেগের এই ঘটনায় সাজা পেয়েছেন পিএসভির ২০ বছর বয়সী সেই সমর্থক।
আইন্দহোফেনের ফিলিপস স্তাদিওনের স্টেডিয়ামে ৪০ বছর নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। এমনকি স্টেডিয়ামের আশপাশে আসতে পারবেন না দুই বছর। এর সঙ্গে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। সংবাদমাধ্যমে এই সমর্থকের নাম প্রকাশ করা হয়নি।
আইন্দহোফেনের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত সেই সমর্থকের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণও নেওয়া হবে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সেই ঘটনার পর উয়েফার ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শুরু করেছে এবং তাতে আইন্দহোফেনকেও বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে।