শততম গোলের পর মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনায় বিধ্বস্ত কুরাসাও
আন্তর্জাতিক ফুটবলে কুরাসাও খুব একটা পরিচিত নাম নয়। তবে তাই বলে যে একেবারেই যাচ্ছেতাই অবস্থা দলটির তাও কিন্তু নয়। ফিফা র্যাংকিংয়ে ৮৬ তম স্থানে আছে ক্যারিবীয় এই দ্বীপ রাষ্ট্রটি।
এখন থেকে কুরাসাওকে বেশ ভালোভাবেই মনে রাখবেন আর্জেন্টিনা ও মেসি সমর্থকরা। এই দেশটির বিপক্ষেই যে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১০০ তম গোল পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
গত ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ জয়ের ঠিক ১০০ দিন পরই আর্জেন্টিনার হয়ে মেসির ১০০তম গোল, কুরাসাওকে আলাদা করে মনে রাখতেই হবে। আর্জেন্টিনার সমর্থকদের অন্তত তাতে আপত্তির কোনো কারণ নেই।
ইরানের আলী দাইয়ী ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর পর আন্তর্জাতিক ফুটবলে শততম গোল করা তৃতীয় ফুটবলার মেসি। আর নিজের মহাদেশ দক্ষিণ আমেরিকায় প্রথম।
শুধু যে ১০০ তম গোলই পেয়েছেন মেসি তা নয়, করেছেন হ্যাটট্রিক। প্রথমার্ধেই নিজের তিন গোল তুলে নেন এলএম টেন। আর্জেন্টিনার জার্সি গায়ে এই প্রথমবার ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পেলেন তিনি।
সেই সুবাদে কুরাসাওকে গোলবন্যায় ভাসিয়েছে আর্জেন্টিনা। মেসির সাথে নিকো গঞ্জালেজ, দি মারিয়া, এনসো ফার্নান্দেজ ও মন্তিয়েলের গোলে ৭-০ গোলের বিশাল জয় পায় আলবিসেলেস্তেরা।
পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়, বিশ্বকাপ জয়ের পর এ দুটি প্রস্তুতি ম্যাচও দারুণ হলো আর্জেন্টিনার। পানামা তবু দুটো শট রাখতে পেরেছিল, কুরাসাও আর্জেন্টিনার পোস্টে কোনো শট রাখতে পারেনি।
আর্জেন্টিনা রেখেছে ১৭টি শট। ৭ গোলকে তাই কম মনে হলেও ফিওরেন্তিনা স্ট্রাইকার গঞ্জালেসের খেলায় খুশি হতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।