হারানোর কিছু নেই বলেই ভয়ডরহীন রনি
জাতীয় দলে ডাক পেয়ে স্বপ্ন পূরণের আনন্দে উন্মাতাল হয়ে পড়েছিলেন। কিন্তু স্বপ্নের পথে হাঁটার সুযোগ বন্ধ হয়ে যায় হঠাৎ করেই। জাতীয় দল নামের স্বপ্নের ভুবনে আর ডাক মেলে না রনি তালুকদারের। মনের কোণে স্বপ্ন পুষে রেখে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করে আসা ডানহাতি এই ওপেনার অবশেষে বিপিএল রাঙিয়ে ফিরেছেন বাংলাদেশ দলে। ফেরার পর্বে তিনি দুর্বার, খেলে যাচ্ছেন আক্রমণাত্মক ক্রিকেট। এমন ভয়ডরহীন মনোভাবের কারণ হিসেবে রনি জানালেন, হারানোর কিছুই নেই তার। বাদ পড়া নিয়েও ভয় আর কাজ করে না তার মধ্যে।
অভিষেক ম্যাচ খেলেই বাদ পড়া রনি প্রায় আট বছর জাতীয় দলে ফিরে কয়েক দিনের ব্যবধানে খেলে ফেলেছেন পাঁচটি টি-টোয়েন্টি। পাঁচ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ৩৩ গড়ে ১৬৫ রান করেছেন বাংলাদেশের এই ওপেনার। সব ম্যাচে রানের দেখা না পেলেও তার শারীরিক ভাষায় ছিল হার না মানার দৃঢ় মতোভাব, প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলার সংকল্প। আর এই সাহসটা তিনি পেয়েছেন টিম ম্যানেজমেন্টের দেওয়া স্বাধীনতা থেকে। অবশ্য নিজের স্বভাবজাত বৈশিষ্ট্যই যে এমন, সেটাও মনে করালেন রনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে দুই জয়ে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামে সফরকারীদের হোয়াইটওয়াশ করার মিশনে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচের আগেরদিন নিজেকে নিয়ে রনি বললেন, 'আমার এখানে হারানোর কিছু নেই। কারণ আমি আট বছর আগেও যেমন খেলা খেলেছি, শুরু থেকে আমার খেলার ধরনটাই এমন ছিল। কারণ আমি ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামি।'
'আমার টিম ম্যানেজমেন্ট আমাকে বার্তা দিয়েছে যে, আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে। ইংল্যান্ড সিরিজেও আমাকে বলছিল, "তুমি বিপিএলে যে কাজটা করেছো, এখানেও সে জিনিসটাই করবে।" এখন এই (বাদ পড়ে যাওয়ার) ভয় কাজ করে না। কারণ টিম ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে।' যোগ করেন তিনি।
রনির সঙ্গে ইনিংস উদ্বোধন করছেন লিটন কুমার দাস। তাদের ব্যাটে উদ্বোধনী জুটিতে আলোর দিশা পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের পর লিটন জানান, রনির সঙ্গে ব্যাটিং করে মজা পাচ্ছেন তিনি। পরদিন রনিও তাই বললেন, 'আমি মনে করি, ও (লিটন) এখন বাংলাদেশ দলের মূল ব্যাটসম্যান। ওর সঙ্গে ব্যাটিং করতে পারা সত্যিই অনেক আনন্দের ব্যাপার। কারণ আমরা চেষ্টা করি সব সময় স্ট্রাইক রোটেট করার। ওর সঙ্গে ব্যাটিং করলে আপনি বুঝতেই পারবেন না কীভাবে রান হয়ে যাচ্ছে। ওর ব্যাটিং দেখলে মনে হয় শুধু দেখেই যাই। ওর ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে।'