সাকিবের আইপিএলে যাওয়ার প্রশ্নে ‘লুকোচুরি’ খেলছেন পাপন
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে ঠিকানা হয়েছে সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় অনাপত্তি পাওয়া নিয়ে ধোঁয়াশায় আছেন এই দুই ক্রিকেটার। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর আইপিএল খেলার ছাড়পত্র পাবেন সাকিব, তবে আইরিশদের বিপক্ষে টেস্ট খেলবেন লিটন। কিন্তু শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সাকিবের টেস্ট না খেলার কোনো কারণ নেই।
অর্থাৎ, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি না খেলে আইপিএলে অংশ নেওয়ার সুযোগ নেই সাকিবের। যদিও বিষয়টি পরিষ্কার করেনননি বিসিবি সভাপতি, উল্টো আরও ধোঁয়াশা তৈরি করেছেন তিনি।
সাকিব আইপিএল খেলতে যাবেন নাকি দেশের হয়ে টেস্ট খেলবেন, জানতে চাইলে নাজমুল হাসান উল্টো প্রশ্ন করে বলেন, 'আবার একই প্রশ্ন। কতোদিন করবেন এই প্রশ্ন।' সাকিব-লিটনদের আইপিএল খেলতে দেওয়ার নীতিতে বিসিবি আগের অবস্থানেই আছে বলে জানান তিনি। আবার আইপিএল খেলতে না গেলেই যে সাকিব টেস্ট খেলবেন, এমনও নয় বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি।
মত বদলে আইপিএলের খেলার অনুমতি দিয়েছেন কিনা, এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, 'মত বদলেছি মানে? আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ্যাভেইলেভেল, আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনোদিন পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে।'
'এটাই আমি বলছি বারবার। আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনও দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না এটাই হলো সমস্যা।' যোগ করেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিবের টেস্ট খেলা নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'সেটা পরে। এখন পর্যন্ত টেস্ট নাও খেলতে পারে। তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে। এগুলো মেলাবেন না সবকিছু একসাথে। একটা নিয়ে থাকেন। একটা একটা করে আসেন।' এরপরই আবার ভিন্ন রকম মন্তব্য তার, 'আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি।'
আইপিএলে সাকিব, লিটন, মুস্তাফিজদের কাছ থেকে প্রত্যাশার কথা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, 'প্রত্যাশা...খেলাবে কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে, তাহলে আমি প্রত্যাশা করতে পারি। যদি না খেলায়, তাহলে কী প্রত্যাশা করবো। আগে দেখি খেলায় কিনা।' আজ শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর। উদ্বোধনী ম্যাচে রাত আটটায় চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স। ১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।