'মেসিকে দুয়ো দেওয়া ফুটবলের জন্যই অসম্মানের'
জাতীয় দলে বেশ চুটিয়ে উপভোগ করলেও ক্লাব পিএসজির হয়ে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। সর্বশেষ দুই ম্যাচেই ঘরের মাঠে নিজেদের সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনেছেন আর্জেন্টাইন জাদুকর। এতে তিনি নিজে কিছু না বললেও ক্ষেপেছেন সাবেক ফরাসি তারকা ইমানুয়েল পেতিত।
ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা পেতিত চাঁছাছোলা মন্তব্য করেছেন পিএসজিকে নিয়ে। পেতিতের কাছে পিএসজিকে কোনো ক্লাবই মনে হয় না।
মেসিকে সর্বকালের সেরা হিসেবে আখ্যায়িত করেছেন পেতিত, সেইসাথে আর্জেন্টাইন জাদুকর আরো বেশি সম্মান প্রাপ্য বলেও মন্তব্য সাবেক ফরাসি মিডফিল্ডারের, 'যখন আমি দেখছি মেসিকে এভাবে আক্রমণ করা হচ্ছে, এটি ফুটবলের জন্যই অসম্মানজনক।'
এরপরই ক্লাব হিসেবে পিএসজিকে ধুয়ে দিয়েছেন পেতিত, 'আমার কাছে পিএসজিকে কোনো ফুটবল ক্লাবই মনে হয় না। তারা হচ্ছে খেলোয়াড়দের জন্য অবসর নেওয়ার আগে আরাম করার জায়গা। এমনকি ২০ বছর বয়সী খেলোয়াড়দের জন্যেও। পিএসজিতে খেলে কেউ কখনো উন্নতি করেনি।'
মেসিকে সমর্থন করে পেতিত আরো বলেন, 'মেসি কী করবে যদি বাকিরা তাকে ঠিকমতো ব্যবহার করতে না পারে! সে যেন একজন জাদুকর, যে কিনা একাই সবকিছু ঠিক করে দেবে। শুধু পিএসজি সমর্থকরাই বোঝে না তাদের মেসিকে ঘিরে একটা দল করা দরকার, যা তাদের নেই। আর কখনো হবেও না, কারণ খেলোয়াড় কেনার ক্ষেত্রে তারা একেবারেই জঘন্য।'
বিশ্বকাপ জয়ী সাবেক ফরাসি তারকার কাছ থেকে নিজের দেশের সবচেয়ে বড় ক্লাবের এমন সমালোচনায় এবার পিএসজি সমর্থকদের হুঁশ ফেরে কিনা, সেটিই এখন দেখার বিষয়।