‘সাকিব বলছিল ও দ্রুততম সেঞ্চুরি করবে’
খেলাটা টেস্ট হলেও সাকিব আল হাসানের ব্যাটিংয়ের ধরন সেটা বলছিল না। উইকেটে গিয়েই ঝড় তোলেন বাংলাদেশ অধিনায়ক। মুহূর্তেই উইকেটে মানিয়ে নেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৫ বলে ৯টি চারে টেস্টে নিজের ৩১তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। পঞ্চাশের মধ্যে ৩৬ রানই বাউন্ডারি থেকে তুলেছেন সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিবের এমন ব্যাটিংয়ের কী কারণ? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন তা। বল দেখে বা খেলার পরিস্থিতি বিবেচনায় তিনি এমন ব্যাটিং করেননি। এটা পূর্ব পরিকল্পনা ছিল, বাংলাদেশের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন সাকিব।
দ্বিতীয় দিনের খেলা শেষে সাকিবের ব্যাটিং নিয়ে নাজমুল হাসান বলেন, 'আমি সকালে তাড়াহুড়ো করে এসেছিলাম দুটি সেঞ্চুরি দেখতে। একটি হলো, আরেকটি ফসকে গেল (সাকিবের)। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম এই এসব চলবে না, আগে ফিফটি করো, তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল।'
টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে চান, কোনো ব্যাটসম্যানকে সম্ভবত এভাবে কখনও বলতে দেখা যায়নি। পরিস্থিতি বিবেচনায় অনেক সময় দ্রুত ব্যাট চালিয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় উঠে যায় কারও কারও নাম। বাংলাদেশের পক্ষে এই রেকর্ডটি তামিম ইকবালের। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেন তিনি। ৯৪ বলে সেঞ্চুরির রেকর্ড আছে সৌম্য সরকারেরও। সাকিব আজ ৯৪ বলে ১৪টি চারে করেছেন ৮৭ রান।
প্রথম ইনিংসেই ১৫৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে আরও ১২৮ রান করতে হবে তাদের। তৃতীয় দিন প্রথম সেশনেই জয় নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশের। দলের দ্বিতীয় দিনের খেলায় খুবই খুশি বিসিবি সভাপতি। তবে প্রথম দিন মেজাজ খারাপ ছিল তার।
নাজমুল হাসান বলেন, 'খেলোয়াড়দের সবার মানসিকতা এখন ইতিবাচক। তবে টেস্টে এখনও আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কাল মেজাজটাই খারাপ ছিল। এটাই বাস্তবতা, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারণা এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টে ভালো দল হয়ে ওঠবে।'
'এখন আমরা তো বেশি ভালো দলগুলোর বিপক্ষে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। টানা এক বছরে আমাদের ১৪টা টেস্ট খেলতে হবে, এতোগুলো টেস্ট খেলা সহজ কথা নয়। এর মাঝে আমাদের একটা ভালো দল হবে, এই বিশ্বাস আছে।' যোগ করেন বিসিবি সভাপতি।