ব্রাজিলকে হারিয়ে মেয়েদের প্রথম ফিনালিসিমা ইংল্যান্ডের
ছেলেদের ফিনালিসিমা লাতিনের ঘরে উঠলেও মেয়েদের ফিনালিসিমা নিজেদের করে নিয়েছে ইউরোপ। প্রথমবারের মতো অনুষ্ঠিত মেয়েদের ফিনালিসিমায় ব্রাজিলক টাইব্রকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।
ছেলেদের ফিনালিসিমায় ইতালিকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মেসি-দি মারিয়ারা। তবে মেয়েদের ফিনালিসিমায় লাতিনকে শিরোপা এনে দিতে পারেনি ব্রাজিল।
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দুই দলের লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষে ম্যাচ ১-১ গোলের সমতায় থাকে।
এরপর টাইব্রেকারে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৪-২ গোলে হারায় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলকে।
ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড, গোল করেন এলা টুন। এই এক গোলই যথেষ্ট মনে হচ্ছিল জয়ের জন্য। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ মুহূর্তে ব্রাজিল সমতায় ফেরে।
আন্দ্রেসার গোল ম্যাচে সমতা ফেরায়, সেইসাথে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে ইংলিশরা।
ছেলেদের ফিনালিসিমা বেশ আগে থেকে হয়ে থাকলেও মেয়েদের ফুটবলে এবারই ছিলো প্রথম। যেখানে জিতে নিজেদের নাম ইতিহাসের পাতায় অমর করে রাখলেন ইংলিশ মেয়েরা।