'আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই'
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্ক কখন কেমন যায় তা বলা মুশকিল। এই ভালো তো এই খারাপ, এভাবেই চলছে দুই পক্ষের দিনকাল। সম্প্রতি একটি বিজ্ঞাপনে এমবাপ্পের কথা তার অনুমতি না নিয়ে ব্যবহার করে পিএসজি। সেটি নিয়েই ক্ষোভ ঝেড়েছেন ফরাসি তারকা।
তবে সেই তিক্ততা ঝেড়ে ফেলে এবার এমবাপ্পে জানিয়েছেন, পিএসজির হয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি।
ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স-৩'কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন, 'আমার পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা।'
সাথে চ্যাম্পিয়নস লিগ নিয়ে নিজের আক্ষপের কথাও বলেন এমবাপ্পে, 'আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, শেষ ষোলো সব খেলেছি। শুধু চ্যাম্পিয়নস লিগ জিততে পারনি। আমি এটাই চাই এখন, চ্যাম্পিয়নস লিগ।'
তবে সেটি যে নিজের বর্তমান ক্লাব পিএসজির হয়েই, এমবাপ্পে তার সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, 'আমি পিএসজির হয়েই চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। আমি একজন প্যারিসিয়ান। পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে।'