ব্যাট-প্যাড খোয়া গেল দিল্লি ক্যাপিটালসের ওয়ার্নার-মার্শদের
এমন অভিজ্ঞতা হয়তো আগে কখনই হয়নি ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, মিচেল মার্শদের। আইপিএল মিশনে যাত্রার মাঝেই কিনা ব্যাট, প্যাডসহ বেশ কিছু সরঞ্জাম খোয়াতে হলো দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের। হারানো সরঞ্জামের মধ্যে রয়েছে দামি বেশ কয়েকটি ব্যাট।
গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৩ রানে হারে দিল্লি। পরদিন দিল্লিতে ফেরার পর দলটির ক্রিকেটাররা বুঝতে পারেন, তাদের ১৬টি ব্যাট, প্যাড, জুতা, থাই প্যাড ও গ্লাভস হারিয়ে গেছে।
হোটেলে ফিরে রুমে গিয়ে কিট ব্যাগ পাওয়ার পর এসব জিনিস হারানোর ব্যাপারে বুঝতে পারেন ক্রিকেটাররা। সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তাদের বিষয়টি জানান তারা। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের খবরে জানিয়েছে, হারানো ব্যাটগুলোর মধ্যে ওয়ার্নারের ৩টি, ফিল সল্টের ৩টি, মিচেল মার্শের ২টি ও সবচেয়ে বেশি ৫টি ব্যাট তরুণ ব্যাটসম্যান ইয়াশ ঢুলের।
এ ছাড়া অন্যান্য ক্রিকেটারদের জুতা, গ্লাভসসহ আরও ক্রিকেটীয় সরঞ্জাম হারানোর কথা জানিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারদের হারানো একেকটি ব্যাটের দাম প্রায় ১ লাখ রুপি করে।
ব্যাটসহ অনান্য সরঞ্জাম হারানোয় মঙ্গলবার কোনোরকমে অনুশীলন চালিয়ে নেন দিল্লির ক্রিকেটাররা। এজেন্টদেরকে দ্রুততার সঙ্গে কিছু ব্যাট পাঠানোর অনুরোধ করেছেন দিল্লিক কয়েকজন ক্রিকেটার।