জরুরি পারিবারিক কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন
জরুরি পারিবারিক কারণে আইপিএল ছেড়ে বাংলাদেশে ফিরে এসেছেন লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে ছিলেন তিনি। লিটনের দেশে ফেরার ব্যাপারে নিজেরাই জানিয়েছে কলকাতা।
কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, '২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময়ে তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।'
আইপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন লিটন। ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় লিটনের। যদিও মাত্র ৪ রান করে আউট হয়ে যান। এরপর খেলার সুযোগ পাননি আর। লিটনের ওপেনিং সঙ্গী জেসন রয় নিজের জায়গা ধরে রেখেছেন।
এবারই প্রথম আইপিএলে খেলার অভিজ্ঞতা হয়েছে লিটনের। সাকিবের সঙ্গে তাকেও নিলাম থেকে দলে নেয় কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে হওয়া সিরিজের কারণে লিটন কলকাতায় যোগ দেন আইপিএল শুরুর কিছুদিন পর।
আগামী মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আগেই লিটনের আইপিএল ছাড়ার কথা ছিল। আগামী ৩০ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের বেশির ভাগ সদস্যের।
যদিও লিটন ও মোস্তাফিজুর রহমানের জাতীয় দলের হয়ে যোগ দেওয়ার কথা ছিল আরও পরে। আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের, সে ম্যাচের আগেই ইংল্যান্ড যাওয়ার কথা ছিল লিটনদের।