তৃতীয় ওয়ানডেতে নেই সাকিব, মাঠের বাইরে থাকতে হবে ছয় সপ্তাহ
ইংল্যান্ডের চেমসফোর্ডে রোববার সিরিজ জয়ের মিশনে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশকে। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না। চোটের কারণে এই ম্যাচ তো খেলা হচ্ছেই না, প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।
শনিবার মধ্যরাতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় ডান হাতের তর্জনীতে চোট পান সাকিব। পর্যবেক্ষণে রাখার পর তার আঙুলে এক্সরে করা হয়, রিপোর্টে আঙুলের গোড়ার দিকে চিড় পাওয়া গেছে।
বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, 'দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার সময় সাকিবের ডান হাতের তর্জনীর অগ্রভাগে আঘাত লাগে।'
'এক্সরে করার পর নিশ্চিত হওয়া গেছে, তার আঙুলের গোড়ার দিকে একটা চিড় আছে। এ ধরনের চোট কাটিয়ে উঠতে সাধারণত ছয় সপ্তাহের মতো সময় লাগে। এর অর্থ, দুর্ভাগ্যবসত আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার খেলা হচ্ছে না।' যোগ করেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান সাকিব। যদিও এরপর ব্যাটিং করেন তিনি। তবে ব্যথা না কমায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে এক্সরেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে।