গুজরাটকে হারিয়ে ফাইনালে ধোনির চেন্নাই
এবারের আইপিএলের ফাইনালের প্রথম দল হিসেবে নাম লেখালো চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসকে ১৫ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের জায়গা করে নিয়েছে ধোনির দল।
আইপিএলে এটি চেন্নাইয়ের নবম ফাইনাল হতে যাচ্ছে। নিজেদের পঞ্চম শিরোপা জেতার জন্য লড়বে দলটি।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিকদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য থেকে ১৫ রান দূরে থাকতেই থেমে যায় গুজরাটের ইনিংস। রবীন্দ্র জাদেজা, ঠিকাসেনা, চাহারদের নিয়ন্ত্রিত বোলিং চেন্নাইয়ের জয়ে বড় ভূমিকা রাখে। গুজরাটের হয়ে সুবমান গিল আর রশিদ খানই যা একটু চেষ্টা করতে পেরেছেন।
গিলের ৩৮ বলে ৪২ আর শেষদিকে রশিদের ১৬ বলে ৩০ রানের ইনিংসে চেন্নাইয়ের সংগ্রহের কাছাকাছি গেলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা আর পেরোতে পারেনি গুজরাট। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন জাদেজা, চাহার, ঠিকাসেনা এবং পাথিরানা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৭ রান তোলেন গায়কোয়াড় ও কনওয়ে। গায়কোয়াড় আউট হওয়ার আগে খেলেন ৪৪ বলে ৬০ রানের ইনিংস। কনওয়ে করেন ৩৪ বলে ৪০ রান। জাদেজা, রাহানে, রায়ডুদের ছোট ছোট অবদানে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১৭২ রানে।
জাদেজা ১৬ বলে ২২ আর রাহানে ও রায়ডু দুজনই করেন ১৭ রান করে। গুজরাটের হয়ে শামি এবং মোহিত শর্মা দুটি করে উইকেট নেন।
গ্রুপ পর্বে টেবিলের শীর্ষে থাকলেও এখন ফাইনাল খেলতে দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে হবে গুজরাটকে। সেখানে তারা মুখোমুখি হবে এলিমিনেটরে মুম্বাই এবং লখনৌয়ের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।