হার্ভার্ড স্কুলে নাম লিখিয়ে ইতিহাসে বাবর-রিজওয়ান
ক্রিকেট মাঠে একসাথে জুটি বেঁধে প্রতিপক্ষ বোলারদের শাসন করতে অহরহই দেখা যায় বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে। এবার পড়াশোনাটাও জুটি বেঁধেই করছেন পাকিস্তানি দুই ক্রিকেট তারকা।
হার্ভার্ড বিজনেস স্কুলের (এইচবিএস) এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে একসঙ্গে নাম লিখিয়েছেন বাবর-রিজওয়ান। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত এইচবিএস মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালের শাখা।
বাবর, রিজওয়ানই এইচবিএসের বিজনেস এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নেওয়া প্রথম কোনো ক্রিকেটার যুগল। তবে এর আগে অন্যান্য খেলার তারকারা গ্রহণ করেছেন এইচবিএসের এই প্রোগ্রাম। ব্রাজিলের তারকা ফুটবলার কাকা, স্পেনের জেরার্ড পিকে, জার্মানির অলিভার কান তাদের মধ্যে উল্লেখযোগ্য।
এইচবিএসের 'দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস' প্রোগ্রামে বাবর ও রিজওয়ান ৩১ মে থেকে ৩ জুন অংশ নেবেন। সেই প্রোগ্রামের প্রস্তুতি নিতে একসঙ্গে পড়াশোনা করছেন পাকিস্তানের এই দুই ক্রিকেটার।
একসঙ্গে 'গ্রুপ স্টাডি' করার ছবি গতকাল টুইটারে পোস্ট করেছেন বাবর। পাকিস্তান অধিনায়ক যেই ছবির ক্যাপশন দিয়েছেন, 'ইয়ে কেয়া হো রাহা হ্যায়?' যার বাংলা অর্থ দাঁড়ায়, 'এসব কী হচ্ছে?' বাবর-রিজওয়ানের একসঙ্গে পড়াশোনা করার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে।
যদিও খুব লম্বা সময়ের জন্য যে কোর্স করছেন দুজন, তা কিন্তু নয়। মাত্র চারদিনের এই প্রোগ্রামে অংশ নিতে পাকিস্তানের দুই ক্রিকেট তারকার প্রত্যেককে গুণতে হচ্ছে ১০ হাজার ডলারের কাছাকাছি।