খেলা দেখাতে নিজস্ব টিভি চ্যানেলের আবেদন করবে বিসিবি
ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজের খেলা কোনো টিভি চ্যানেলে দেখানো হয়নি। ফলে এই ম্যাচগুলো দেখতে বেশ অসুবিধার মুখে পড়তে হয় দেশের ক্রিকেট অনুরাগীদের। প্রথম ওয়ানডেটি আইসিসি টিভিতে দেখানো হয়। পরে নিজেদের ইউটিউব চ্যানেলে বাকি দুই ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করে বিসিবি।
আগেও কিছু সিরিজে খেলা দেখা নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। খেলা সম্প্রচার নিয়ে এই অনিশ্চয়তা দূর করতে এবার নিজেদের টিভি চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, নিজস্ব টিভির জন্য আবেদন করবেন তারা। অনুমতি মিলবে বলে অনেকটাই নিশ্চিত তিনি, 'সবশেষ আয়ারল্যান্ড সিরিজ কিন্তু আমরা টিভিতে দেখতে পাইনি। কেউ দেখায়নি। তাই আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করব। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাল্লাহ এটা পেয়ে যাব।'
গত কয়েক বছর ধরেই বিসিবির ইউটিউব চ্যানেলে পিচ ভিশন ক্যামেরার মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের সব টুর্নামেন্টের খেলা সরাসরি সম্প্রচার করা হয়। টিভির অনুমোদন পেলে এসব ম্যাচও সরাসরি দেখানোর পরিকল্পনা রয়েছে বিসিবির, 'বিসিবি টিভির অনুমোদন পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব।'
দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে দেশীয় টিভি চ্যানেলগুলোর বাইরের খেলা দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি। সেইসঙ্গে নিজেদের টিভি চ্যানেল চালু করার সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণটাও জানান তিনি, 'আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।'
বিসিবি সভাপতি আরো যোগ করেন, 'এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায়- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ওই সমস্ত লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না।'