রোনালদোর আল-নাসের থেকে বরখাস্ত গার্সিয়াই হলেন নাপোলির নতুন কোচ
নাপোলির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন রুদি গার্সিয়া। নামটা চেনা চেনা লাগছে? লাগারই কথা। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসের থেকে কদিন আগেই ছাটাই হয়েছেন এই ফরাসি কোচ।
আল-নাসেরে রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় বরখাস্ত হতে হয়েছিল রুদি গার্সিয়াকে। সেই ঘটনাকে এখন শাপে বর মনে হতেই পারে গার্সিয়ার। এখন যে তিনি নাপোলির কোচ!
৩৩ বছর পর নাপোলিকে লিগ জিতিয়েও কোচের দায়িত্ব ছেড়েছেন লুসিয়ানো স্প্যালেত্তি৷ যদিও ইতালিয়ান গণমাধ্যমের খবর ছিলো, নাপোলি প্রেসিডেন্ট দি লরেন্তিসের সঙ্গে ঝামেলার কারণেই চাকরিচ্যুত হয়েছেন স্প্যালেত্তি৷
যে কারণেই হোক, নাপোলির কোচের পর ফাঁকা রাখার উপায় ছিলো না। ৪০ জনের প্রাথমিক তালিকা থেকে গার্সিয়াকে বাছাই করেছে নাপোলি৷
ফরাসি এই কোচের ইতালিতে এটি প্রথম কাজ নয়। এর আগে ৪ বছর রোমার কোচ ছিলেন তিনি। দুইবার ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যান গার্সিয়া। নাপোলির এই মৌসুমের সাফল্য পরের মৌসুমে ধরে রাখার কঠিন কাজটা গার্সিয়ার ওপরই বর্তাল।