রানের হিসাবে টেস্টের বড় পাঁচ জয়
সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এত বড় জয়ের পর স্বাভাবিকভাবেই রেকর্ড বুকে পরিবর্তন এসেছে। যেখানে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় বড় জয় এখন বাংলাদেশের। এই শতাব্দীতে এটিই রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। চলুন দেখে নেয়া যাক টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় পাঁচ জয়।
১. ইংল্যান্ড, ৬৭৫ রান, প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া
টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়টি পেয়েছে ইংল্যান্ড। সেটিও নিজেদের চির প্রতিদ্বন্দী অস্ট্রেলিয়ার বিপক্ষে অজিদেরই মাঠে। ১৯২৮ সালে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে ৬৭৫ রানের ব্যবধানে জেতে ইংলিশরা।
টসে জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৫২১ রান করে ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ৩৪২ রান। ৭৪২ রানের লক্ষ্য দিয়ে অজিদেরকে ৬৬ রানেই শেষ করে দেয় ইংলিশরা।
২. অস্ট্রেলিয়া, ৫৬২ রান, প্রতিপক্ষ: ইংল্যান্ড
এবার অজিদের প্রতিশোধ নেয়ার পালা। ইংল্যান্ডের মাটিতেই ইংলিশদেরকে ভূপাতিত করে অস্ট্রেলিয়া। ১৯৩৪ সালে ওভালে ৫৬২ রানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৭০১ রানের পাহাড়ে চড়ে অস্ট্রেলিয়া। স্যার ডন ব্র্যাডম্যান করেন ২৪৪ রান, এছাড়া বিল পন্সফোর্ড করেন ২৬৬ রান। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩২১ রান। দ্বিতীয় ইনিংসে অজিরা আরো ৩২৭ রান যোগ করলে ৭০৮ রানে লক্ষ্য পায় ইংল্যান্ড।
কিন্তু মাত্র ১৪৫ রান করতেই সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করে ইংলিশরা।
৩. বাংলাদেশ, ৫৪৬ রান, প্রতিপক্ষ: আফগানিস্তান
মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর আফগানিস্তানকে মাত্র ১৪৬ রানে গুটিয়ে দিয়ে আবারো ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
৪ উইকেট হারিয়ে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করেন লিটন দাস। বাংলাদেশের হয়ে দুই ইনিংসের সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান মুমিনুল হক।
৬৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানরা ১১৫ রান পর্যন্ত যেতে পারে। ফলে ৫৪৬ রানের জয় পায় বাংলাদেশ। যা এই শতাব্দীতে রানের ব্যবধানে টেস্টে সবচেয়ে বড় জয়।
৪. অস্ট্রেলিয়া, ৫৩০ রান, প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা
১৯১১ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩০ রানের জয় পায় অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় অজিরা। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২০৫ রান।
দ্বিতীয় ইনিংসে ৫৭৮ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। যা দক্ষিণ আফ্রিকার সামনে ৭০২ রানে লক্ষ্য ছুঁড়ে দেয়। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ১৭১ রানে গুটিয়ে গেলে ৫৩০ রানে জেতে অজিরা।
৫. দক্ষিণ আফ্রিকা, ৪৯২ রান, প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া
২০১৮ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়াকে ৪৯২ রানের ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। যা প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৮ রান তোলে। অজিরা নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২২১ রানে। অস্ট্রেলিয়াকে ফলো-অন না করিয়ে আবার ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে ইনিংস ঘোষণা করে।
৬১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস।