মাশরাফি-সাকিবের পাশে অধিনায়ক লিটন
৫৪৬ রানের বিশাল জয়; রানের হিসাবে নিজেদের সবচেয়ে বড় জয় তো বটেই, টেস্ট ইতিহাসেরই তৃতীয় সর্বোচ্চ জয়। এমন এক ম্যাচ জয়ের নেতৃত্বে নিজের নামটি দেখে লিটন কুমার দাসের পুলকিত হওয়ারই কথা। অথচ নামটি হতে পারতো সাকিব আল হাসান। কিন্তু আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি তার। এটাই সুযোগ হয়ে আসে লিটনের জন্য, আর অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট জিতে দারুণ এক কীর্তিতে নাম তুললেন তিনি।
লিটন বাংলাদেশের তৃতীয় টেস্ট অধিনায়ক, যিনি নেতৃত্বের অধ্যায়ে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেলেন। তার আগে বাংলাদেশের কেবল দুজন ক্রিকেটার অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ জিতেছেন; মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। দুজনই অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট জেতেন একই সিরিজে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি চোটে পড়লে নেতৃত্ব দেওয়া হয় সাকিবকে।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ প্রথম টেস্ট জেতে ২০০৫ সালে। হাবিবুল বাশারের নেতৃত্বে চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারায় তারা, যা এতোদিন রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল। অধিনায়ক হিসেবে সপ্তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের স্বাদ পান বাশার। ২০০৯ সালে দেশের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জেতার রেকর্ডের পাতা খোলেন মাশরাফি।
যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরের সেই ম্যাচের পুরোটা খেলা হয়নি মাশরাফির। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার ইনজুরিতে পড়া অভিজ্ঞ এই পেসার ওই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন। ওই ম্যাচে তার আর খেলা হয়নি, পুরো সিরিজ থেকেই ছিটকে যান তিনি। কিংসটাউনে অনুষ্ঠিত সেই ম্যাচের বাকি অংশে নেতৃত্ব দেন সাকিব, বাংলাদেশ জেতে ৯৫ রানে। তবে ওই ম্যাচের অফিসিয়াল অধিনায়ক হিসেবে মাশরাফির নামই থেকে যাওয়ায় প্রথম ম্যাচ জেতার কীর্তিতে ওঠে তার নাম।
মাশরাফি ছিটকে যাওয়ায় নেতৃত্ব বর্তায় সাকিবের কাঁধে। সিরিজের পরের ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয় বাঁহাতি এই অলরাউন্ডারের। অধিনায়কত্ব পাওয়ার ম্যাচে ব্যাটে-বলে রীতিমতো রাজত্ব কায়েম করেন সাকিব। ৪ উইকেটে জয় পাওয়ার সেই ম্যাচের ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৩ উইকেট নেন তিনি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৬ রান করা সাকিব ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। পরে ব্যাট হাতে খেলেন অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংস।
অধিনায়কদের প্রতিটা প্রথম টেস্ট জয়ে সাকিবের নাম জড়িয়ে। রেকর্ডের খাতা খোলা মাশরাফির ম্যাচের বেশিরভাগ অংশে নেতৃত্ব দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। পরের ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট জেতেন তিনি। এবার লিটন যে ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে খেলতে নেমেই রেকর্ড গড়া জয়ের নেতৃত্ব দিলেন, অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জিতলেন; সেটা সাকিবের অনুপস্থিতির কারণে। মাশরাফি, সাকিবের পাশে নিজের নাম বসানোর ম্যাচের প্রথম ইনিংসে ৯ রান করা লিটন দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে অপরাজিত থাকেন।