ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে নেশন্স লিগের শিরোপা স্পেনের
লুকা মদ্রিচের আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্ন আরেকবার ধূলিসাৎ হয়ে গেল। আরো একবার খুব কাছে এসেও পুড়তে হলো হারের যন্ত্রণায়।
নেশন্স কাপের ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরেছে মদ্রিচের ক্রোয়েশিয়া। দুটি শট ঠেকিয়ে স্পেনের জয়ের নায়ক গোলরক্ষক উনাই সিমন।
২০১৮ বিশ্বকাপের ফাইনাল, ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালের পর আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে হার দেখলেন লুকা মদ্রিচ। ক্লাব ক্যারিয়ারে সবকিছু অর্জন করা মদ্রিচের ক্রোয়েশিয়াকে কিছু জেতানোর স্বপ্ন স্বপ্নই থেকে গেল।
নেদারল্যান্ডসের মাঠে হওয়া ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটে গোলশূন্য থাকায় টাইব্রেকারের শরনাপন্ন হতে হয়। সেখানে ক্রোয়েশিয়ার মায়ার এবং পেতকোভিচের শট ঠেকান স্পেনের গোলরক্ষক উনাই সিমন। স্পেনের হয়ে লাপোর্তে মিস করলেও জিততে সমস্যা হয়নি লা ফুরিয়া রোহাদের।
নেশনস লিগের প্রথম শিরোপা তো বটেই, গত ১১ বছরে এবারই প্রথম শিরোপা জিতল স্পেন। সর্বশেষ ২০১২ ইউরো জিতেছিল স্প্যানিশরা। এই জয়ে অনেক বেশি আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন স্পেন কোচ লা ফুয়েন্তে। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই প্রজন্মকে আমি বেশ ভালোভাবে চিনি। এই জয় অনেক বেশি আত্মবিশ্বাস ও সাহস জোগাবে। জিতলে অবশ্যই গৌরব বাড়ে এবং ভবিষ্যতে আরও অনেক জয়ের আশা করছি।'
অন্যদিকে রানার্সআপ হয়ে বড় কোনো শিরোপা জয়ের আক্ষেপ দীর্ঘায়িত হলো ক্রোয়েশিয়ার। ২০১৮ বিশ্বকাপে হয়েছে রানার্সআপ আর কাতারে সর্বশেষ বিশ্বকাপে তৃতীয় হয়েছে ক্রোয়াটরা। কাছাকাছি গিয়েও শিরোপা না জেতার আক্ষেপ ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচের, 'এমন ফাইনাল হারের পর আমাদের খুবই খারাপ লাগছে। শিরোপা না জেতায় আমরা ব্যথিত।'